নতুন দিল্লি, ১১ এপ্রিল: বাড়ল লকডাউনের (Lockdown) মেয়াদ। ৩০ এপ্রিল (30th April) পর্যন্ত বাড়ানো হল লকডাউন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার পর এই সিদ্ধান্ত নেন। দেশজুড়ে যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে লকডাউন বাড়ানো জরুরি বলে মনে করেছেন তিনি। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে মত প্রকাশ করেন। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৪ এপ্রিল শেষ হচ্ছে লকডাউনের মেয়াদ। বুধবার থেকে কী হবে? লকডাউনের মেয়াদ কি আরও বাড়ানো হবে, নাকি ধাপে ধাপে তা তুলে দেওয়া হবে? এ সব বিষয়কে সামনে রেখেই এ দিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীকে মাস্ক (Mask) পরে থাকতে দেখা যায়।
সংবাদসংস্থা এএনআই-র খবর অনুয়ায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বলেন, "জান হে তো জাঁহা হে। আমি যখন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছি তখন আমি বলেছিলাম যে প্রতিটি নাগরিকের জীবন বাঁচাতে লকডাউন এবং সামাজিক দূরত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ লোকজন এটা বুঝতে পেরে বাড়িতেই ছিলেন।" আরও পড়ুন: Lockdown Extended in India: আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হল লকডাউনের মেয়াদ, মুখ্যমন্ত্রীদের আর্জিতে সায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
'Jaan bhi and Jahan bhi' - a future where people care about both the aspects, follow their duties and abide by the directions of the government - this will be important for India's prosperous and healthy future: PM Modi https://t.co/jw4pOi2DLG
— ANI (@ANI) April 11, 2020
মোদি বলেন, "তাই জান ভি-জাঁহা ভি। এমন একটি ভবিষ্যতর প্রয়োজন যেখানে লোকেজন উভয় দিক বিবেচনা করবে- তাদের দায়িত্ব পালন করবে এবং সরকারের নির্দেশ মেনে চলবে। এটি ভারতের সমৃদ্ধ ও সুস্থ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।"