বাইক নিয়ে ব্রিজের মধ্যে রোমান্স।ভিডিওটি নজরে আসতেই কে ব্যবস্থা নেবেন তাই নিয়েই শুরু হয়েছে দ্বন্দ্ব। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে। ভিডিওতে একটি বাইকে এক মহিলাকে সঙ্গে নিয়ে রীতিমতো বিপদজনকভাবে স্টান্টের ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও ভাইরাল হতেই কোন স্টেশনের পুলিশ ব্যবস্থা নেবেন তা নিয়ে লাগে দ্বন্ধ।
প্রথামিকভাবে তদন্ত করতে গিয়ে একটি পুলিশ স্টেশন জানায় এই ঘটনা গোমতি নগরের। কিন্তু অপরপক্ষে গোমতি নগর পুলিশ স্টেশনের পক্ষ থেকে দাবি করা হয় এই ঘটনার তদন্ত করে তাঁরা জেনেছে যে এই ব্রিজটি গোমতি নগরের কাছে নয়। দুপক্ষের সীমানা নির্ধারনের অসুবিধার জেরে ব্যবস্থা নেওয়াতেই বাধা হয়ে দাঁড়িয়েছে বিষয়টি।
#Lucknow: It was romance on the bridge, and now there is a war over the bridge with two police stations in the state capital denying the happening in their area.
"It seems the video is shot near Gomti Nagar," said SHO, Aliganj police station. However SHO, Gomti Nagar police… pic.twitter.com/EvuaSPV7W6
— IANS (@ians_india) May 30, 2023