মৃত আইবি অফইসারের বাবা (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২৭ ফেব্রুয়ারি: আইবি আফিসার অঙ্কিত শর্মা(২৬)কে খুনের অভিযোগ অস্বীকার করলেন আপ কাউন্সিলর তাহির হুসেন (AAP councillor Tahir Hussain)। মৃত অঙ্কিত শর্মার বাবা-মায়ের অভিযোগ, ওই আপ কাউন্সিলর নিজে এই হিসাংর ঘটনায় যুক্ত ছিলেন। তিনিই তাঁদের ছেলেকে খুন করেছেন। মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন অঙ্কিত শর্মা। বুধবার দিল্লির চাঁদবাগ এলাকায় এক নর্দমা থেকে আইবি অফিসারের দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলের খুব কাছেই অঙ্কিত শর্মার বাড়ি।

মৃত আইবি অফইসারের পরিবারের দাবি, এই খুনের নেপথ্যে রয়েছেন স্থানীয় কাউন্সিলর ও তাঁর দলবল। এরপরেই তাহির হুসেন সাংবাদিকদের বলেন, “নিরাপত্তার খাতিরে গত সোমবার থেকে গোটা পরিবার নিয়ে বাড়ি ছাড়া। পুলিশের উপস্থিতিতেই আমরা বাড়ি ছেড়েছি। এদিকে আজ খবরে দেখলাম এক খুনের ঘটনায় আমাকেই দোষী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। নিরাপত্তার তাগিয়ে নিজেই প্রাণ নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না। সেই সময় এই অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন।” আরও পড়ুন-Police Detained CPI members: দিল্লির হিংসায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে কুশপুতুল পোড়াতে গিয়ে আটক সিপিআই নেতা

কাউন্সিলর তাহির হুসেন মনে করেন, এই খুনের ঘটনায় একটা পক্ষপাতহীন তদন্ত হোক। এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক। “এই ঘটনায় আমাকে ভুল করে চিহ্নিত করা হচ্ছে। আমি বা আমার পরিবার কোনওভাবেই এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত নই।” ইতিমধ্যেই এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেছেন ওই আপ কাউন্সিলর। তারপর সেই ভিডিওটি আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা হয়েছে। এই প্রসঙ্গে প্রবীণ আপ নেতা সঞ্জয় সিং জানিয়েছেন, তাহির হুসেন তাঁর বিরুদ্ধে ওঠা মিথ্যে অভিযোগের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন।  পার্টির তরফে একটা জিনিস স্পষ্ট করে দেওয়া হল যে হিংসা ছড়ানোর ঘটনায় যদি কেউ যুক্ত থাকে তবে তাকে কঠিন সাজা দেওয়া হবে।