হায়দরাবাদ, ২৭ ফেব্রুয়ারি: দিল্লিতে হিংসার ঘটনার সম্পূর্ণ দায়ভার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এদিন এই দাবি করে অমিত শাহর (Amit Shah) কুশপুতুল পোড়ানোর চেষ্টা করেন কয়েকজন সিপিআই সমর্থক। পুলিশ তাঁদের কর্মকাণ্ড রুখে দিয়ে প্রত্যেককেই আটক করেছে। এই প্রসঙ্গে তেলেঙ্গানার সিপিআই নেতা চাদা ভেঙ্কট রেড্ডি বলেন, উত্তর পূর্ব দিল্লিতে যে হিংসার ঘটনা ঘটল স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়ভার নেওয়া উচিত।
এদিন রেড্ডি বলেন, “দিল্লির হিংসার দায়ভার নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করা উচিত। জনবিরোধী রাজনীতি করছেন নরেন্দ্র মোদি। জাতি, সংবিধান ও গণতন্ত্রের প্রতি অবিচার করছেন। এখনই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন অমিত শাহ, এটাই আমাদের দাবি।” আরও পড়ুন-Delhi Violence: রাজধানীর হিংসায় মৃতের সংখ্যা ছুঁল ২৮, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ল দিল্লির উত্তর পূর্বাংশ
#WATCH Telangana: Police detains CPI (Communist Party of India members after they attempt to burn effigy of Union Home Minister Amit Shah in Hyderabad, demanding his resignation over #DelhiViolence. pic.twitter.com/DK1C0dxyZ3
— ANI (@ANI) February 27, 2020
ইতিমধ্যেই দিল্লি হিংসার ঘটনায় মৃতের সংখ্যা ৩৪ ছাড়িয়েছে। এই মর্মে ১৮টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। হিংসা ছড়ানোর ঘটনায় যুক্ত সন্দেহে ১০৬ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে বিদ্বেষ মূলক ভাষণ দিলেও এখনই বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।