Sonam Wangchuk (Photo Credit: X)

নতুন দিল্লি, ১৯ অক্টোবর: সুদূর লে থেকে দিল্লিতে পদযাত্রা করে এসেছেন পরিবেশবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuck)। সোনম ওয়াংচুক-এর জীবন থেকেই অনুপ্রাণিত হয়ে আমির খান, রাজকুমার হিরানিরা তাদের মেগাহিট 'থ্রি ইডিয়টস'সিনেমা তৈরি করেছিলেন। লে, লাদাখের উন্নয়ন সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে ১৫০ জনকে নিয়ে দিল্লিতে পদযাত্রা করে এসে পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলতে চান সোনম। কিন্তু তার বদলে তাদের আটক করে পুলিশ। এরই বিরুদ্ধে দিল্লিতে অনশনে বসেছেন সোনম ওয়াংচুক।

এই বিষয়ে তিনি বললেন, " গণতন্ত্রের পক্ষে এটাই খুবই দু:খজনক। বস্ক মানুষ সহ দেড়শো মানষ, অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা দেশের রাজধানী বসে প্রতিবাদ জানাচ্ছেন, অথচ তাদের কথা না শুনে আটক করা হচ্ছে। এরপর আমরা অনশন করছি। কিন্তু সরকার তবু আমাদের কথা শুনতে রাজি নয়। আমি জানি না কীভাবে এটাকে গণতন্ত্র বলা যায়। শুধু নির্বাচন, একটা দেশকে গণাতন্ত্রিক বানাতে পারে না। মানুষের কথা, মানুষের স্বরকে সম্মান জানানো উচিত।"

অনশনে বসে বড় কথা বললেন সোনম ওয়াংচুক

প্রসঙ্গত, দিল্লির লাদাখ ভবনের সামনে গত দু সপ্তাহ ধরে ১২ জন সমর্থকদের নিয়ে অনশনে বসেছেন সোনম ওয়াংচু। দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে লাদাখ, লে-র উন্নয়ন নিয়ে কথা বলতে চান সোনম ওয়াংচুরা।