দিল্লি, ১৯ জুন: ইজরায়েল (Israel) থেকেও উদ্ধার করা হবে ভারতীয়দের (Indian Nationals)। অপারেশন সিন্ধুর (Operation Sindhu) অন্তর্গত প্রকল্প হিসেবেই ইজরায়েল থেকে এবার ভারতীয়দের উদ্ধার করবে ভারত (India)। এমনই জানাল বিদেশ মন্ত্রক (MEA)। ইরানের (Iran) পর এবার ইজরায়েল থেকে ভারতীয়দের উদ্ধারের প্রক্রিয়া শুরু করছে ভারত।
ইরান থেকে যেভাবে প্রথম পর্যায়ে ১১০ জন পড়ুয়াকে উদ্ধার করা হয়, সেই একইভাবে ইজরায়েল থেকেও প্রত্যেককে উদ্ধার করা হবে বলে আশ্বাস দেওয়া হয় এস জয়শঙ্করের (S Jaishankar) মন্ত্রকের তরফে।
কী জানানো হল বিদেশ মন্ত্রকের তরফে দেখুন...
#PressRelease | MEA issues official statement on Operation Sindhu, reaffirming India’s commitment to the safety of its citizens amid the Israel-Iran conflict. Evacuation efforts are underway, with the Embassy in Tel Aviv coordinating travel and support for Indian nationals… pic.twitter.com/3q4EVitCiQ
— DD News (@DDNewslive) June 19, 2025
তেল আভিভে (Tel Aviv) যে ভারতীয় দূতাবাস রয়েছে, সেখানকার তরফে সমস্ত ধরনের পদক্ষেপ করা হচ্ছে সে দেশে থাকা ভারতীয়দের উদ্ধারে। সেই সঙ্গে ইজরায়েলে থাকা ভারতীয়রা যাতে সব সময় তেল আভিভের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখে, সে বিষয়েও জানানো হয়েছে আবেদন।