ইরানের (Israel-Iran War) সঙ্গে ইজরায়েলের যুদ্ধ শুরু হয়েছে। যার জেরে সরগরম পশ্চিম এশিয়া। ইজরায়েলের হামলার পালটা জবাব দিতে শুরু করেছে ইরান জোর কদমে। এবার ইজরায়েলের দিকে সেজিল ব্যালিস্টিক মিসাইল (Sejjil Ballistic) ছুঁড়তে শুরু করেছে ইরান। এই প্রথম ইজরায়েলের দিকে সেজিল ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে শুরু করা হয় তেহরানের তরফে। যে মিসাইল ছুঁড়তেই তা আকাশে যেমন উড়ে যেতে শুরু করে, তেমনি তা কার্যত পাখির মত ডানা মেলে রংবেরংয়ের আলপনা আঁকতে শুরু করে আকাশে। সেজিল ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপনাস্ত্র ইরান ছুঁড়তে শুরু করলেই, সেই ছবি কার্যত ভাইরাল হতে শুরু করে। সেই সঙ্গে ওই ব্যালিস্টিক মিসাইলের ভিডিয়োও ছড়িয়ে পড়ে হু হু করে। শত্রুর উপর কীভাবে হামলা চালাতে হবে, তা নিজেই নির্ধারণ করে নেয় ইরানের এই ব্যালিস্টিক মিসাইল (Missile)। ফলে এই মিসাইল ছোঁড়া হলে, তা নির্দিষ্ট নিশানায় গিয়ে আঘাত করলে, তার ফলাফল কতটা মারাত্মক হতে পারে, তা নিয়ে প্রমাদ গুনছে পশ্চিম এশিয়া।

আরও পড়ুন: Israel's Threat To Ayatollah Ali Khamenei: 'ছাড়ব না, পালাতেও দেব না খোমেইনিকে', হাসপাতালে হামলার পর ইজরায়েলের তুখোড় হুমকি ইরানের প্রধান ধর্মগুরুকে

দেখুন সেজিল মিসাইল ছুঁড়ছে ইরান...

 

সেজিল মিসাইল ছোঁড়ার এই পদ্ধতিকে অপারেশন 'ট্রু প্রমিস থ্রি' নাম দিয়েছে ইরান। শত্রুকে কীভাবে নিশানা করে ধ্বংস করতে হবে, তা সেজিল মিসাইল নিজেই নির্ধারণ করে...

 

এই প্রথম ব্যালিস্টিক মিসাইলের এত শক্তিশালী রূপ ব্যবহার করে ইরান...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)