দিল্লি, ২ অক্টোবর: মধ্য প্রাচ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা। হেজবুল্লার (Hezbollah) সঙ্গে যুদ্ধের মাঝে এবার ইরান (Iran) থেকে ইজরায়েলের (Israel) দিকে মিসাইল ছুঁড়ছে, তার জেরে এবার ভারতীয়দের প্রতি সতর্কতা জারি করল বিদেশ মন্ত্রক (MEA)। ইজরায়েল এলং ইরান-সহ মধ্য প্রাচ্যে যে ভারতীয়রা বসবাস করেন, তাঁদের প্রতি সতর্কতা জারি করা হয় দিল্লির তরফে। তেহরানে যে ভারতীয় দূতাবাস রয়েছে, সেখানকার তরফে সতর্কতা জারি করা হয়। তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়, ইরানে যে নাগরিকরা রয়েছেন, তাঁরা শিগগিরই ফিরে আসুন। কোনওভাবে যাতে ভারতীয়রা ইরানে না থাকেন, সে বিষয়ে জারি করা হয় জোরদার সতর্কতা।
প্রসঙ্গত ইজরায়েলের দিকে মিসাইল হামলা শুরু করেছে ইরান। মঙ্গলবার থেকে ইজরায়েলের দিকে একের পর এক মিসাইল ছুঁড়তে শুরু করে ইরান। যা নিয়ে মধ্য প্রাচ্যে ফের উত্তেজনা ছড়ায়।