Gaza (Photo Credit: Twitter)

গাজায় (Gaza) যাতে যুদ্ধ বিরতি করা হয়, সেই দাবিতে ভোট দিল ভারত (India)। রাষ্ট্রসংঘের (UNGA)  সাধারণ পরিষদে গাজায় যুদ্ধ বিরতি নিয়ে ভোটদান পর্ব শুরু হয়। সেখানে গাজায় যুদ্ধ বিরতির পক্ষে ভোট দেয় ভারত। গাজায় যেমন যুদ্ধ বিরতির পক্ষে ভারত ভোট দেয়, তেমনি হামাসের কবল থেকে ইজরায়েলি পণবন্দিদের উদ্ধারের দাবিতেও আবেদন জানানো হয়। হামাসের কবলে যে ইজরায়েলি (Israel) পণবন্দিরা রয়েছেন, তাঁদের যাতে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়, সেই দাবিও ভারতের তরফে জানানো হয় রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে।

আরও পড়ুন: Israel-Hamas War: গাজায় নির্বিচারে 'বোমাবর্ষণ', আন্তর্জাতিক সমর্থন হারাতে পারে ইজরায়েল, সতর্কতা বাইডেনের

গাজায় যুদ্ধ বিরতির দাবিতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে যে ভোটদান পর্ব চলে, সেখানে তার পক্ষে মত দেওয়া হয় ১৫৩টি দেশের তরফে। অন্যদিকে যুদ্ধ বিরতির বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ। ২৩টি দেশ ভোটদানে বিরত থাকে বলে খবর।

আরও পড়ুন: Israel-Hamas War: গাজায় নির্বিচারে 'বোমাবর্ষণ', আন্তর্জাতিক সমর্থন হারাতে পারে ইজরায়েল, সতর্কতা বাইডেনের

এদিকে গাজায় যেভাবে নির্বিচারে বোমাবর্ষণ করা হচ্ছে, তার জেরেই আন্তর্জাতিক গোষ্ঠী এবার ইজরায়েলের বিপক্ষে চলে যেতে পারে। এমনই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।