নতুন দিল্লি, ৯ ডিসেম্বর: দিল্লির সফদরজং হাসপাতালে উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুর পরেই গর্জেই উঠেছে সারা দেশ। তোপ দেগেছেন রাহুল গান্ধী। আর তার পরেই মুখ খুললেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু। আগের দিনই হায়দরাবাদের এনকাউন্টার প্রসঙ্গে প্রধান বিচারপতি এসএ বোবদে বলেছিলেন, প্রতিশোধের আকারে কখনওই ন্যায় বিচার করা যায় না। এরই জবাব দিয়ে উপরাষ্ট্রপতি বলেছেন ন্যায় বিচারও তাৎক্ষণিক হতে পারে। তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন, আমি প্রধান বিচারপতির বক্তব্য শুনেছি। তিনি বলেছেন তাৎক্ষণিকভাবে ন্যায় বিচার দেওয়া সম্ভব নয়। তবে আমার বক্তব্য হল ঠিক একইবাবে বিচারের রায় দিতে দীর্ঘসূত্রিতার প্রয়োজন নেই। একটা বিষয়ে সবাইকেই সচেতন থাকতে হবে যে সময়ের মধ্যে যেন যে যার দায়িত্ব পালন করতে পারেন।
উল্লেখ্য, গতকাল রাজস্থানের জোধপুরে এক অনুষ্ঠানের মঞ্চে তেলেঙ্গানা প্রসঙ্গ তোলেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বলেন, ‘‘প্রধান বিচারপতি ও অন্য শীর্ষ বিচারপতিদের উচিত ধর্ষণের মতো ঘটনার মামলা যাতে দ্রুত শেষ হয় তা দেখার জন্য ব্যবস্থা তৈরি করা। তবেই ভারত আইনের শাসন বজায় আছে এমন একটি গর্বিত দেশ হিসেবে ফের নিজের পরিচয় দিতে পারবে।’’ আইনমন্ত্রী জানান, সরকার ইতিমধ্যেই ৭০৪টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেছে। মহিলাদের বিরুদ্ধে হিংসা রুখতে আইনও কড়া করা হয়েছে। রাজনীতিকদের মতে, এ ভাবে ধর্ষণের মামলার দ্রুত ফয়সালার দায় কার্যত পুরোপুরি বিচার বিভাগের উপরে চাপিয়ে দিতে চেয়েছেন আইনমন্ত্রী। তার পর বক্তৃতা দিতে মঞ্চে উঠে প্রধান বিচরপতি (CJI Sharad Arvind Bobde) বলেন, ন্যায় বিচার কখনওই তাৎক্ষণিকভাবে দেওয়া যায় না। আরও পড়ুন-Rajesh Shukla: ১১ জনকে প্রাণে বাঁচিয়ে 'রিয়েল হিরো' দমকল কর্মী রাজেশ শুক্লা, কুর্নিশ জানাচ্ছে দেশ
Vice President Venkaiah Naidu: I saw a statement by Chief Justice of India,very aptly he said 'you can't give instant justice'.But at the same time you can't have constant delays. It's an area of concern for all of us&everyone should see to it that their duties are well performed pic.twitter.com/OIq9Cl36NK
— ANI (@ANI) December 8, 2019
রাহুল গান্ধী (Rahul Gandhi) যে ভারতকে ধর্ষণের দেশ বলতেই পাল্টা দিয়েছেন বেঙ্কাইয়া নায়ডু (Vice President M Venkaiah Naidu)। পুনের সিম্বায়োয়সিসের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রাহুলের নাম না করেই তিনি বলেন, আন্তর্জাতিক স্তরে ভারতের বদনাম করছে কিছু মানুষ। এই ধর্ষণের ঘটনা দেশের নামে লজ্জার ও কলঙ্কের কালি ছেটাচ্ছে অবিরত।