IRCTC. (Photo Credit: File Photo)

নতুন দিল্লি, ১০ ডিসেম্বর: IRCTC-তে নিজেদের অংশীদারিত্বের একাংশ বিক্রি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ সরকার ২.৪ কোটি শেয়ার বিক্রির প্রস্তাব দিয়েছে। সরকার জানিয়েছে যে অফার ফর সেল (OFS) রুটের মাধ্যমে কম্পানির ২০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রির পরিকল্পনা করছে তারা। ওএফএসের সাবস্ক্রিপশন আজই ওপেন হয়েছে। শেয়ারের দাম ১ হাজার ৩৬৭ টাকা ঠিক করা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের পরই ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি) শেয়ারের দাম ১৩ শতাংশ কমে গেছে। ন্যাশনাল স্টক এক্সচঞ্জে শেয়ারের দাম ১ হাজার ৪০৫ টাকা নেমেছে। আরও পড়ুন: Coronavirus Cases In India: বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৭.৬৭ লাখ

সংস্থার নিয়ন্ত্রক ফাইলিংয়ে বলা হয়েছে যে আইআরসিটিসি-র ২.৪ কোটি অবধি ইক্যুইটি শেয়ার বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে, যা মূলধনের ১৫ শতাংশ। এছাড়াও অতিরিক্তভাবে ৮০ হাজার শেয়ার বিক্রয় করার বিকল্প রয়েছে, যা মোট মূলধনের ৫ শতাংশ। ভারত সরকার ৩.২ কোটি শেয়ার বিক্রয় করবে, মহামারীর কারণে তহবিলের জন্য ৪ হাজার ৩৭৪ কোটি টাকা সংগ্রহ করবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকারের আইআরসিটিসি-তে ৮৭.৪০ শতাংশ শেয়ার ছিল।