নতুন দিল্লি, ২১ জুন: আজ আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আন্তর্জাতিক যোগ দিবস ২০২০ উপলক্ষে রবিবার জাতির উদ্দেশে ভাষণ দেন। যোগা করার উপকারিতাগুলি বর্ণনা করেন। শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য ওরে যোগা। প্রধানমন্ত্রী সকলকে অনুলোম বিলোম এবং প্রাণায়াম করতে অনুরোধ করেন। বিশেষ করে করোনাভাইরাস মহামারীর এই সময়ে যোগা করা অত্যন্ত জরুরি বলেও তিনি জানান।
জনতার উদ্দেশে ভাষণে তিনি আরও বলেন, এই দিনটি সংহতি ও সর্বজনীন ভ্রাতৃত্বের দিন। স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, "একজন আদর্শ ব্যক্তি হলেন তিনি, যিনি সম্পূর্ণ নির্জনতায় সচল থাকেন এবং চূড়ান্ত উথালপাতালের মধ্যে পুরোপুরি শান্তি অনুভব করতে পারেন। যা যে কোনও ব্যক্তির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।" তিনি জানান,"আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা বেশি হলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সুবিধা হয়। আর যোগ আমাদের প্রতিরোধ ক্ষমতা এবং মেটাবলিজম বাড়ায়। করোনা মানুষের শ্বাসযন্ত্রে সবথেকে বেশি প্রভাব ফেলে।" আরও পড়ুন, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪৪১ জন, মৃত্যু ১১ জনের, সুস্থ হয়েছেন ৫৬২ জন
Yoga enhances our quest for a healthier planet.
It has emerged as a force for unity and deepens the bonds of humanity.
It does not discriminate.
It goes beyond race, colour, gender, faith and nations.
Anybody can embrace Yoga: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 21, 2020
স্বাস্থ্যকর পৃথিবীর অনুসন্ধানের ক্ষেত্রে আমাদের চেষ্টা আরও বাড়িয়ে তোলে যোগাভ্যাস। এটা ঐক্যের শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং মানবতার বন্ধনকে আরও দৃঢ় করেছে। এটা বৈষম্য করে না। তা জাতি, বর্ণ, লিঙ্গ, বিশ্বাস এবং দেশের গণ্ডি টপকে যায়। যে কেউ যোগ করতে পারেন। যোগের অর্থই হল- অনুকূলতা-প্রতিকূলতা, সফলতা-বিফলতা, সুখ-সংকট, যে কোনও পরিস্থিতিতে অবিচল থাকাই হল যোগ। একনিষ্ঠ থাকাই হল মূল বিষয়।