নতুন দিল্লি, ৩১ জুলাই: ৩১ অগাস্ট পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীবাহি বিমান চলাচল (International Flight Operations) বন্ধ থাকার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আজ অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়ে দিয়েছে ৩১ অগাস্ট পর্যন্ত দেশে নামতে পারবে না কোনও যাত্রীবাহি বিমান। তবে আগের মতোই কার্গো বিমান ও স্পেশাল বিমান চলবে। এছাড়াও বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে বিশেষ কয়েকটি রুটে বিমান উড়ান ভরতে পারে।
এর আগে গত মাসে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, জুলাই মাসের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হতে পারে। তবে সবটাই নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। যদিও পরে ১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবায় জারি করা হয় নিষেধাজ্ঞা। সেটা বাড়িয়ে ৩১ জুলাই করা হয়। আরও পড়ুন: SC Bans Registration Of BS-IV Vehicles: লকডাউনের সময় বিক্রি হওয়া BS-IV গাড়ির রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের
International commercial passenger flights to remain suspended till 31st August: Director General of Civil Aviation pic.twitter.com/N1ZpFX3b5n
— ANI (@ANI) July 31, 2020
গত মার্চ মাসে করোনার কারণে দেশব্যাপী লকডাউন জারি হওয়ার পর থেকেই সমস্ত রকমের উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়। যদিও বন্দে ভারত মিশনের আওতায় থাকা বিমানগুলি চলেছে। বিদেশে আটকে পড়া ভারতীয়রা দেশে ফেরেন সেই সময়। ২৫ মে থেকে যাবতীয় সুরক্ষা বিধি মেনে ঘরোয়া রুটে বিমান চলাচল শুরু হয়।