সুপ্রিম কোর্ট (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৩১ জুলাই: নতুন বিক্রি হওয়া BS-IV গাড়ির রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা চাপাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মার্চ মাসে লকডাউনের সময় BS-IV গাড়ি বিক্রি নিয়ে বেজায় ক্ষুব্ধ শীর্ষ আদালত। বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, লকডাউন চলাকালীন অস্বাভাবিক সংখ্যায় BS-IV গাড়ি বিক্রি হয়েছে। লকডাউন ওঠার পরে অবিক্রিত বিএস-৪ গাড়ির ১০% বিক্রির ব্যাপারে ডিলারদের অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করে তার চেয়েও বেশি গাড়ি বিক্রি করা হয়েছে।

চলতি বছরের ৩১ মার্চ ছিল বিএস-৪ দূষণবিধির গাড়ি বিক্রির শেষ দিন। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল ৩১ মার্চের পরে শুধুমাত্র বিএস-৬ দূষণবিধি মেনে তৈরি হওয়া গাড়িই বিক্রি করা যাবে। কিন্তু ওই সময়সীমার আগেই ২৫ মার্চ লকডাউন জারি হয়। তখন শীর্ষ আদালতের কাছে গাড়ি ডিলারদের সংগঠন জানায়, ইতিমধ্যেই ডিলারদের কাছে অনেক বিএস-৪ গাড়ি রয়েছে। সেগুলি গাড়ি নির্মাণ সংস্থা ফেরত নেবে না। সে কারণে ওই সব বিএস-৪ গাড়ি বিক্রির সময়সীমা কিছুটা বাড়ানো হোক। ফাডার আবেদনের ভিত্তিতে ২৭ মার্চ শীর্ষ আদালত জানায়, লকডাউন ওঠার পরে ১০ দিনের জন্য ওই গাড়ি বিক্রি করা যাবে। তবে অবিক্রিত গাড়ির ১০ শতাংশের বেশি বিক্রি করা যাবে না। ৮ জুলাইয়ের শুনানিতে ২৭ মার্চের নির্দেশও আদালত ফিরিয়ে নেয়। যদিও আজ শীর্ষ আদালতের বক্তব্য, নির্দেশ না মেনে ১০ শতাংশের বেশি বিএস-৪ গাড়ি বিক্রি করা হয়েছে। আরও পড়ুন: COVID-19 Cases In India: এক দিনে নতুন করোনা রোগী ৫৫ হাজার ৭৯ জন, ভারতে কোভিড সংক্রামিতর সংখ্যা ছাড়ালো ১৬ লাখ

আজ সুপ্রিম কোর্ট নতুন বিক্রি হওয়া BS-IV গাড়ির রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা চাপাল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই গাড়ির রেজিস্ট্রেশন করা যাবে না। এর ফলে ৩১ মার্চের পরে বিক্রি হওয়া গাড়িগুলির ভবিষ্যৎ ঘিরে আপাতত সংশয় দানা বাধছে। মামলার পরবর্তী শুনানি ১৩ অগাস্ট।