বিগত কয়েকমাসে ওড়িশায় (Odisha) একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটছে। পুলিশ সক্রিয় হাতে সেগুলি মোকাবিলাও করছে। এরমধ্যেই শনিবার কটক থেকে উদ্ধার বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র। সেই সঙ্গে ৬ আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারীদের আটকও করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে এই চক্রের মাথা দেবদত্ত সিং বেহেরা ওরফে কাদুয়া। তাঁর থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র। ঘটনাটি ঘটেছে মালগোদাম এলাকায়। পুলিশ ইতিমধ্যেই অস্ত্রগুলি বাজেয়ারপ্ত করেছে। ধৃতদের গ্রেফতারির পর জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

তল্লাশি চালিয়ে উদ্ধার অস্ত্র

জানা যাচ্ছে, বিহার থেকে ওড়িশায় অস্ত্র পাচার করছিল কাদুয়া ও তাঁর সহকারীরা। এদিন গোপনসূত্রে খবর পেয়ে মালোগোদাম এলাকায় তল্লাশি চালায় স্থানীয় থানার পুলিশ ও বিশেষ তদন্তকারীর দল। এই অভিযানে প্রথমে কাদুয়া গ্রেফতার হয়। তারপর আরও পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের থেকেও উদ্ধার হয় অস্ত্র। সবমিলিয়ে ৫টি বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এই অভিযানে।

ধৃতরা দাগী অপরাধী

পুলিশের তরফে জানানো হয়েছে, এই কাদুয়া একজন দাগী অপরাধী। তাঁর বিরুদ্ধে ৪টি মামলা, তাঁর সহকারী পীযুষ রেড্ডির বিরুদ্ধে ৩টি কেস, বিজয় রাওেরল বিরুদ্ধে ১৪টি কেস রয়েছে। এমনভাবে বাকিদের বিরুদ্ধেও একাধিক কেস রয়েছে। ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।