২৬ জুলাই এই দিনটি ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি গৌরবময় দিন। ১৯৯৯ সালের এই দিনে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন বিজয়’ সফলভাবে সম্পন্ন করে পাক অধিকৃত অবস্থানগুলি পুনরুদ্ধার করে কার্গিল যুদ্ধে জয়লাভ করেছিল। সেই বীর সেনানীদের সম্মান জানাতেই প্রতি বছর ২৬ জুলাই পালিত হয় কার্গিল বিজয় দিবস।
কার্গিল যুদ্ধ শুরু হয় ১৯৯৯ সালের মে মাসে, যখন পাকিস্তানের সেনা ও জঙ্গিরা গোপনে লাইন অফ কন্ট্রোল (LoC) পেরিয়ে ভারতের কার্গিল অঞ্চলের বিভিন্ন উচ্চভূমিতে গোপন আস্তানা গড়ে তোলে। ভারতীয় সেনাবাহিনী প্রতিক্রিয়ায় বড় আকারে অভিযান শুরু করে এবং কঠিন ভূখণ্ডে প্রবল ঠান্ডা ও উচ্চতার মধ্যেও সাহসিকতার সঙ্গে প্রতিপক্ষকে পরাস্ত করে। প্রায় ৫০০-রও বেশি ভারতীয় জওয়ান এই যুদ্ধে শহিদ হন।
এই দিনটি শুধুই একটি যুদ্ধজয়ের স্মারক নয়, এটি আমাদের জাতীয় গর্ব, ঐক্য ও আত্মত্যাগের প্রতীক। ভারতবাসী এই দিনে শহিদ বীরদের শ্রদ্ধা জানান এবং তাদের আত্মবলিদানকে স্মরণ করে।
ভারতের বিভিন্ন প্রান্তে এই দিনটিকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে দিল্লির ইন্ডিয়া গেট, লাদাখের দ্রাস ও কার্গিলে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান করা হয়।