নয়াদিল্লি: দেশজুড়ে যখন রোজগার মেলা (Rozgar Mela) চলছে। মাঝে মাঝেই ভারচুয়ালি অনুষ্ঠান করে ৪০ হাজার কিংবা ৬০ হাজার চাকরির নিয়োগপত্র দিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi)। ঘোষণা করা হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরে যুব সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়োগ করা হচ্ছে। আরও পড়ুন: Tawang Clash: তাওয়াং নিয়ে উত্তাপ, সোনিয়া, অধীরের নেতৃত্বে সংসদ থেকে ওয়াকআউট কংগ্রেসের
এর মাঝেই জানা গেলে কেন্দ্রীয় সরকারের হাতে থাকা (government owned) ভারতের (India) দুই অন্যতম বৃহৎ বিমা সংস্থা (general insurance companies) ন্যাশনাল ইন্সিসুরেন্স কোম্পানি (National Insurance Company Ltd) ও ওরিয়েন্টাল ইন্সিসুরেন্স কোম্পানি (Oriental Insurance Company Ltd) গত ৪-৫ বছরে একজন ব্যক্তিকেও চাকরি দেয়নি।
বুধবার সংসদে এক সাংসদের করা প্রশ্নের উত্তরে একথা জানানো হল কেন্দ্রীয় সরকারের তরফে। আরও পড়ুন: Uttar Pradesh Road Accident: আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথদুর্ঘটনা, লরি ও বাসের সংঘর্ষে মৃত কমপক্ষে ৬
Two government owned general insurance companies -- National Insurance Company Ltd and Oriental Insurance Company Ltd -- have not recruited a single person for the last four/five years, Parliament was told. pic.twitter.com/ycC8o31Zx6
— IANS (@ians_india) December 14, 2022