গ্রিড সমস্যায় নবমীর দুপুরে নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ের মুখে বাংলাদেশ। প্রায় ১৪০ মিলিয়ন মানুষ দুপুরের পর থেকে অন্ধকারে আছে। দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (Power grid Company of Bangladesh) সূত্রে জানা গেছে গ্রিডে ব্যর্থতার কারণেই এই ঘটনা ঘটেছে। তাই পুনরায় কখন বিদ্যুৎ সরবরাহ চালু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয় আজ বেলা ২টা ৫ মিনিট নাগাদ।তখন থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর থেকে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকায় বিদ্যুৎ নেই।
#UPDATE About 140 million people in Bangladesh were without power on Tuesday afternoon after a grid failure caused widespread blackouts, the government's power utility company said pic.twitter.com/j954v6itQr
— AFP News Agency (@AFP) October 4, 2022