প্রতীকী ছবি (File Image)

নয়াদিল্লিঃ দেবীপক্ষে জাতীয় সড়কের ধারে ভয়াবহ ঘটনা। পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার শিশুকন্যার দেহ। যদিও দেহে আঘাতের কোনও চিহ্ন নেই। খুনের পর ওই স্থানে দেহ ফেলে রেখে যাওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলায়। শিশুকন্যার বয়স মাত্র ১০ মাস। শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে বলে অনুমান। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায়পুলিশ আধিকারিক অভিম্যন্যু মাঙ্গলিক জানিয়েছেন, রাজাপুর গ্রাম থেকে ২০০ মিটার দূরে অবস্থির জাতীয় সড়ক থেকে দেহটি উদ্ধার করা হয়েছে। যে বাড়িটি থেকে দেহটি পাওয়া যায় সেটি পাঁচ ফুট উঁচু একটি পরিত্যক্ত বাড়ি। শিশুর পরনে ছিল বেশ দামী ভাল মানের একটি জামা। পাশেই রাখা ছিল সাদা তোয়ালে। কোনও ধনী পরিবারের সন্তান সে এমনটাই তদন্তকারী অফিসারদের অনুমান। তবে গ্রামের কোনও বাসিন্দাই ওই শিশুকে শনাক্ত করতে পারেননি। পুলিশের সন্দেহ, শিশুটির বাড়ি এই এলাকায় নয়। অন্য কোথাও তাকে খুন করে দেহ এখানে নিয়ে এসে ফেলা হয়েছে।

 পরনে দামী জামা,দেবীপক্ষে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ১০ মাসের শিশুকন্যার দেহ