মধ্যপ্রদেশের লোকসভা নির্বাচনে ইন্দোর লোকসভা আসনের ভোটাররা এক অনন্য নজির গড়েছে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের তুলনায় NOTA অর্থাৎ 'উপরের কোনটি নয়' বিকল্পটি ভোটারদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুসারে, সমগ্র ভারতে নোটা সবচেয়ে বেশি ২১৮৬৭৪ টি ভোট পেয়েছে ইন্দোর লোকসভা কেন্দ্রে। ইন্দোর অঞ্চলের মোট ২৩৯৭টি ভোট কেন্দ্রের মধ্যে ২০৯টি ভোটকেন্দ্রে NOTA- বোতাম সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে৷ ইন্দোরে বিজেপি প্রার্থীর ভোটের শতাংশ ছিল ৭৮.৫৪, যেখানে নোটা পেয়েছে১৪ শতাংশ ভোট। সেক্ষেত্রে বলা যেতে পারে সাধারণ নাগরিক চাইলে নোটাকেও ১ নং বানাতে পারে।
দেশের মধ্যে ইন্দোরে নোটার এই সাফল্যকে উদযাপন করতে কংগ্রেস কর্মীরা কেক কেটে ইন্দোরে মানুষের রায়কে সমর্থন জানিয়েছেন। কিন্তু কেন এই উদযাপন ? ভোটের তৃতীয় পর্বের আগে মধ্যপ্রদেশ কংগ্রেস কে বড় ধাক্কা দিয়ে ইন্দোর থেকে কংগ্রেস প্রার্থী অক্ষয় কান্তি বম তার মনোনয়ন প্রত্যাহার করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। যার ফলে লড়াইয়ের ময়দানে বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানির জন্য মাঠ খালি হয়ে গেছিল। এই চলে যাওয়াকে ভাল ভাবে নেইনি ইন্দোরের মানুষ। তাঁরা তাই প্রতিবাদের ভাষা হিসাবে নোটাকে বেঁছে নিয়েছিলেন। কংগ্রেস ও তাই নোটার সাফল্যকে নিজেদের সাফল্য হিসাবে উদযাপন করেছেন।
দেখুন সেই ভিডিও-
मध्य प्रदेश के इंदौर की लोकसभा सीट पर NOTA ने पूरे भारत में सबसे ज्यादा 218674 वोट हासिल किए. देश में नं. 1 रहे इंदौर के 'नोटा' के लिए कांग्रेस कार्यकर्ताओं ने केक काटकर जश्न मनाया. बता दें कि इस सीट से कांग्रेस उम्मीदवार अक्षय कांति बम ने नामांकन वापस लेकर बीजेपी प्रत्याशी शंकर… pic.twitter.com/3QFljjesiE
— ABP News (@ABPNews) June 6, 2024