
ইন্দোর, ১০ জুন: রাজা রঘুবংশীর (Raja Raghuwanshi) শেষকৃত্য যখন সম্পন্ন হচ্ছে, সেই সময় সেখানে দেখা যায় রাজ কুশওয়াকে (Raj Kushwaha)। রাজ কুশওয়া রাজার পরিবারের প্রত্যেকের কান্না থামায়। এমনকী সোনমের (Sonam Raghuwanshi) বাবাকে সেখানে নিয়ে য়ায়। সোনমের বাবার কাধে হাত রেখে তাঁকে শান্ত করার চেষ্টাও করতে দেখা যায় রাজ কুশওয়াকে। প্রত্যক্ষদর্শীদের কথায় এমন তথ্যই উঠে আসতে শুরু করেছে।
২ জুন ইন্দোরের (Indore Couple) ব্যবসায়ী রাজা রঘুবংশীর দেহ উদ্ধার করা হয় মেঘালয়ে পাহাড়ের গর্ত থেকে। রাজা রঘুবংশীর মৃত্যু কীভাবে হল, তা নিয়ে ধোঁয়াশা ছড়াতে শুরু কের। রাজা রঘুবংশীকে মেঘালয়ের চেরাপুঞ্জির জঙ্গল থেকে কিছুটা দূরে খুন করা হয়। যা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। রাজা রঘুবংশার দেহ উদ্ধারের কয়েকদিনের মধ্যে সোনমের খোঁজ মেলে। এরপর উত্তরপ্রদেশের গাজ়িপুরের একটি ধাবায় দেখা যায় সোনমকে।
সোনমকে জেরা করে এরপর তার প্রেমিক রাজ কুশওয়াকে ইন্দোর থেকে গ্রেফতার করে পুলিশ। রাজ কুশওয়ার সঙ্গে আকাশ রাজপুত, বিশাল সিং-সহ আরও ২ জনকে পুলিশের তরফে পাকড়াও করা হয়।
জানা যায়, রাজা রঘুবংশীকে খুন করতে সোনম গুন্ডা ভাড়া করে। টাকা দিয়ে ওই গুন্ডাদের নিয়ে এসে সোনম খুন করে স্বামী রাজা রঘুবংশীকে। সাতপাকে বাধা পড়ার পর সোনম কীভাবে স্বামী রাজাকে খুন করল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। রাজার বোন বলেন, তাঁর ভাইকে সোনমের পছন্দ না হলে চলে যেতে পারত। ছেড়ে দিতে পারত। খুন কেন করল। কেন একজনের সন্তান, একজনের ভাইকে কেড়ে নিল সোনম।
তবে সোনমের বিরুদ্ধে যত অভিযোগই উঠুক না কেন, তার বাবা দেবী সিং রঘুবংশী মেয়ের পক্ষেই রয়েছেন। তাঁর মেয়ে এই ধরনের কাজ করতে পারে না। কেন সোনম তার স্বামীকে হত্যা করবে বলে প্রশ্ন তোলেন দেবী সিং।