Sonam Raghuvanshi (Photo Credit: PTI/X)

ইন্দোর, ৯ জুন: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজ়িপুর (Gazipur) থেকে গ্রেফতার করা হয়েছে সোনম রঘুবংশীকে (Sonam Raghuwanshi)। গাজ়িপুর থেকে সোনম রঘুবংশীকে গ্রেফতারের পর একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে। যার মধ্যে অন্যতম, সোনমের গয়না 'চুরির' বিষয়টি। রিপোর্টে প্রকাশ, সোনম মেঘালয়ে যাওয়ার সময় নিজের সমস্ত গয়না নিজে যায়। মেঘালয়ে যাওয়ার সময় নিজের ব্যাগে করে সোনম সমস্ত গয়না নিয়ে যায় বলে জানা যায়। পাশাপাশি হানিমুনে যাওয়ার জন্য সোনম টিকিট কাটলেও, ফেরার টিকিট কাটেনি বলেও জানা যায়।

আরও পড়ুন: Sonam Raghuwanshi Have An Affair With Raj? রাজ কুশাওয়ার সঙ্গে প্রেম? প্রেমিককে লাগিয়ে, ভাড়াটে খুনি দিয়ে স্বামী রাজা রঘুবংশীকে মেরে ফেলল সোনম?

মেঘালয় (Meghalaya)পুলিশের কথায়, যে ছুরি দিয়ে রাজা রঘুবংশীকে খুন করা হয়, তা উদ্ধার করা হয়। ওই ছুরি দেখেই পুলিশের সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এরপরই পুলিশ জোরদার তল্লাশি শুরু করে। পরে সোনম উত্তপ্রদেশের গাজ়িপুরের ধাবায় গেলে, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ২৩ মে মেঘালয়ে যান রাজা রঘুবংশী এবং সোনম রঘুবংশী। পূর্ব খাসি হিলসে হানিমুনে যান রাজা এবং সোনম। ২৩ মে রাজা, সোনম সেখানে যাওয়ার পর গত ২ জুন থেকে ইন্দোরের ওই দম্পতি নিখোঁজ হয়ে যান। ২ জুন রাজার দেহ উদ্ধার করে পুলিশ পাহাড়ের খাঁজ থেকে। তারপর থেকে সোনমের খোঁজ মিলছিল না। অবশেষে রবিবার রাতে সোনমকে খুঁজে পায় পুলিশ। উত্তরপ্রদেশের গাজ়িপুরের একটি ধাবায় হাজির হয়ে সেখান থেকে বাড়িতে ফোন করে সোনম। এরপর স্থানীয় থানার তরফে গ্রেফতার করা হয় সোনম রঘুবংশীকে।