
ইন্দোর, ১০ জুন: রাজা রঘুবংশীর (Raja Raghuwanshi) খুনে মূল অভিযুক্ত রাজ কুশওয়াকে (Raj Kushwaha) দেখতে পায় স্থানীয়রা। রাজা রঘুবংশীর যেদিন শেষকৃত্য সম্পন্ন হয়, সেদিন দেখা যায় সোনমের প্রেমিক রাজ কুশওয়াকে। রাজা রঘুবংশীর শেষকৃত্যে যাঁরা হাজির হন, তাঁদের অনেককেই ছাড়তে যায় রাজ। প্রত্যক্ষদর্শীদের বয়ানে মেলে এমন তথ্য।
আরও পড়ুন: Sonam Raghuwanshi: 'রাজাকে কাছে ঘেঁষতে দিইনি', প্রেমিক রাজকে জানায় সোনম, বিয়ের ৩ দিন পর থেকেই...
শুনুন কী দাবি করলেন রাজ কুশওয়ার মা...
Indore, Madhya Pradesh: Mother of Raj Kushwaha, accused in the Raja and Sonam Raghuvanshi case, breaks down in grief, expressing her pain over her son's arrest pic.twitter.com/y4seyEFAZD
— IANS (@ians_india) June 10, 2025
অন্যদিকে গ্রেফতারির পর সোনম পালটা দাবি করে, সে রাজা রঘুবংশীকে অপহরণ করেছিল কিন্তু খুন করেনি। রাজা রঘুবংশীকে সে খুন করেছে বলে যে তত্ত্ব উঠে আসছে, তা সত্যি নয় বলেও দাবি করে সোনম রঘুবংশী।
রাজা রঘুবংশীর শেষকৃত্যে সোনমের বাড়ির গাড়ি করেই রাজ কুশওয়া-সহ অন্য হত্যাকারীরা সেখানে পৌঁছয় বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান যখন রেকর্ড করা হয়, সেই সময়ই এই তথ্য উঠে আসে বলে জানানো হয় পুলিশের তরফে।