
দিল্লি, ৯ জুন: ইন্দোরের দম্পতি (Indore Couple Missing) সোনম রঘুবংশীর গ্রেফতারির খবরে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। সোনম কেন রাজা খুন করালেন ভাড়াটে গুন্ডা দিয়ে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বহু মানুষ। সোনম রঘুবংশী কেন নিজের সদ্য বিবাহিত স্বামীকে খুন করাল, তার উত্তর খুঁজছে পুলিশ। এদিকে রাজা রঘুবংশীর (Raja Raghuwanshi’s Mother) মা শেষ পর্যন্ত মুখ খোলেন। সোনম রঘুবংশীকে (Sonam Raghuwanshi) কড়া শাস্তি দেওয়া হোক। সোনম কেন স্বামীর দায়িত্ব নিলেন না, তা নিয়ে প্রশ্ন তোলেন রাজার মা। সোনম ছিলেন রাজার স্ত্রী। তাই স্বামী বিপদে পড়লে, স্ত্রীর উচিত তাঁকে রক্ষা করা। সোনম কেন করেননি, তা নিয়ে প্রশ্ন তোলেন রাজার মা।
পাশাপাশি সোনম যদি রাজাকে খুন করে থাকেন, তাহলে তাঁর কড়া শাস্তি হোক। সমাজ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হোক। এমনকী সোনমকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হোক বলে দাবি করেন রাজা রঘুবংশীর মা। সোনম যদি দোষী হন, তাহলে তাঁর কড়া শাস্তি হোক বলে দাবি জানান রাজা রঘুবংশীর মা।
শুনুন রাজা রঘুবংশীর মা কী বললেন...
View this post on Instagram
এসবের পাশাপাশি বিয়ের পর মেঘালয়ে হানিমুনের জন্য সব টিকিট সোনমই কেটেছিলেন। রাজা কিছু করেননি বলে জানান মৃতের মা। ফলে সোনম কেন রাজাকে খুন করালেন, তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, সেই সঙ্গে ওই তরুণীর কারও সঙ্গে সম্পর্ক রয়েছে কি না, সেই সূত্রও পুলিশ হাতড়াচ্ছে।
এদিকে উত্তরপ্রদেশের গাজ়িপুরের যে ধাবা থেকে সোনমকে গ্রেফতার করা হয়, সেখানকার মালিক সাহিল যাদব। সাহিল বলেন, রাত একটা নাগাদ সোনম তাঁর ধাবায় হাজির হন। ধাবায় হাজির হওয়ার পর থেকেই সোনম কাঁদতে শুরু করেন। এরপর সাহিলের মোবাইল নিয়ে বাড়ির লোকের সঙ্গে কথা বলেন সোনম। এরপরই পুলিশ সোনমকে গ্রেফতার করে গাজ়িপুরের ওই ধাবা থেকে।