IndiGo Flight Incident (Photo Credit: X/Screengrab)

কলকাতা, ১ অগাস্ট: মুম্বই-কলকাতা (Kolkata)ইন্ডিগো (IndiGo Flight) বিমানে এক অদ্ভুদ ঘটনা ঘটে গেল। (Mumbai) মুম্বই-কলকাতা ইন্ডিগোর 6E138 এর বিমানে এক যাত্রী ওঠেন, যিনি কাঁদতে শুরু করেন। হঠাৎ করেই তাঁর প্যানিক অ্যাটাক হয় বিমানের মধ্যে। মাঝ আকাশে ওই ব্যক্তির যখন প্যানিক অ্যাটাক হয়, তিনি চিৎকার করতে থাকেন। ফলে বিমানের কর্মীরা হাত ধরে তাঁরে শান্ত করার চেষ্টা করেন। তবে তার মাঝেই ওই বিমানের (Flight) আরও এক যাত্রী হঠাৎ করে তাঁকে চড় মেরে বসেন।

সহযাত্রী চড় মারতেই ওই ব্যক্তি আরও জোরে কাঁদতে শুরু করেন। ফলে কেবিন ক্রুরা তাঁকে শান্ত করার চেষ্টা চালান। সেই সঙ্গে কেবিন ক্রুরাও ওই ঘটনার প্রতিবাদ করেন। 'এমন করবেন না' বলে এক বিমানে কর্মী চিৎকার করেন। অন্যদিকে আরও এক যাত্রী বলতে থাকেন, 'আপনি কেন চড় মারলেন?'

যা শুনে  হেনস্থাকারী পালটা জবাব দেন যে তাঁর অসুবিধা হচ্ছিল। সেই সময় আগের প্রশ্ন কর্তা বলেন, অসুবিধা সবার হচ্ছে। তাই বলে আপনি চড় মারলেন কেন। যা শুনে ওই ব্যক্তি আর কোনও মন্তব্য করেননি। রাগে গজগজ করতে থাকেন।

ঘটনার পরপরই বিমান অবতরণ করলে, ওই ব্যক্তির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করা হয় সিআইএসএফের কাছে। যা শোনার পরপরই সিআইএসএফ ওই হেনস্থাকারী ব্যক্তিকে আটক করে।

দেখুন সেই ভিডিয়ো যেখানে এক ব্যক্তিকে হঠাৎ চড় মারেন অন্যজন...

 

 

ওই ঘটবার পরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে জোর চর্চা শুরু হয়। কেন এই ধরনের ব্যবহার ওই ব্যক্তি করলেন, তা নিয়ে বহু মানুষ প্রশ্ন তোলেন। পাশাপাশি হেনস্থাকারীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হোক বলে দাবি করেন অনেকে। কেউ কেউ বলতে শুরু করেন, কঠিন শাস্তি দেওয়া হোক। সবকিছু মিলিয়ে ইন্ডিগোর বিমানের ঘটনা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়া।

মাঝ আকাশেও ধর্মীয় বিভাজন? ইন্ডিগোর মুম্বই-কলকাতার বিমানে প্যানিক অ্যাটাক হওয়া যাত্রীকে চড় সহযাত্রীর, দেখুন 'অসভ্যতামির' নিদর্শন