Indigo (Photo Credit: X@ANI)

IndiGo Flight Diverted: মাঝ আকাশে বড় বিপত্তির মাঝে পড়ল ইন্ডিগোর বিমান। ১০ হাজার বছর পর জেগে ওঠা ইথিওপিয়ার সক্রিয় আগ্নেয়গিরি থেকে নির্গত আগ্নেয়ছাইয়ের জেরে সোমবার আন্তর্জাতিক রুটে চলা ইন্ডিগো বিমানকে মাঝপথেই অন্যত্র অবতরণ করাতে হল। ইন্ডিগো ফ্লাইট 6E 1433, কেরলের কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে (AUH) যাওয়ার পথে মাঝ আকাশে বড় সমস্যায় পড়ে। বড় বিপদ থেকে বাঁচতে আজ, সোমবার বিকেলে জরুরি ডাইভার্সন করা হয় ইন্ডিগোর এই বিমানটিকে।

কী জানাল ইন্ডিগো

ইথিওপিয়ার আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়া ছাই বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ইন্ডিগো কর্তৃপক্ষ জানায়, ইঞ্জিন ও নেভিগেশন সিস্টেমে ক্ষতির সম্ভাবনা থাকায় বিমানটিকে মূল রুট থেকে সরিয়ে নিতে হয়। ঝুঁকিপূর্ণ আকাশপথ এড়িয়ে বিমানটি গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। বিমানসংস্থা ইন্ডিগো জানিয়েছে, বিমানে থাকা কোনও যাত্রী বা ক্রু সদস্যের আঘাতের খবর নেই। সকলকে নিরাপদে নামানো হয়েছে। আরব সাগর পেরিয়ে আবুধাবি বা উপসাগরীয় এলাকায় যাওয়ার অন্যান্য ফ্লাইটও সাময়িকভাবে রুট পরিবর্তন বা ডাইভার্সনের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

দেখুন খবরটি

কী জানাল DGCA

ইথিওপিয়ার এই অগ্ন্যুৎপাতের পর ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (DGCA) ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশেষত উপসাগরমুখী রুটে চলা বিমানের উপর চাপ পড়তে পারে বলে আশঙ্কা। ইন্ডিগো জানিয়েছে, যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ডাইভার্সনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ছিল সম্পূর্ণ সতর্কতামূলক ব্যবস্থা। ডাইভার্সনের ফলে অসুবিধায় পড়া যাত্রীদের জন্য কান্নুরে ফেরানোর বিশেষ পরিষেবা চালু করবে ইন্ডিগো। নতুন সময়সূচি ও রি-শিডিউলের তথ্য সরাসরি যাত্রীদের জানানো হবে।