নয়াদিল্লিঃ নাগাড়ে বৃষ্টিতে ভাসছে দিল্লি (Delhi)। রাতভর বৃষ্টির জেরে দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) ছাদ ভেঙে বিপত্তি। আহত হয়েছেন ৪ জন। চলছে উদ্ধারকার্য। আর এর জেরে বিঘ্ন ঘটেছে বিমান পরিষেবায়। টার্মিনালের ভিতরে প্রবেশ করতে পারছেন না যাত্রীরা। এই অবস্থায় ইন্ডিগোর (Indigo) তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "টার্মিনাল ১-এ ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। টার্মিনালে ঢুকতে পারছে না যাত্রীরা। যাত্রীরা ইতিমধ্যেই বিমানবন্দরে প্রবেশ করেছেন তাঁদের কোনোও অসুবিধা হবে না। সঠিক সময়েই গন্তব্যের উদ্দেশে রওনা দিতে পারবেন তাঁরা। কিন্তু বেলা যত এগোবে পরিষেবায় অসুবিধা হতে পারে, যেহেতু টার্মিনালে প্রবেশ করতে পারছেন না যাত্রীরা। এই অপরিকল্পিত পরস্থিতির জেরেই স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে।" পাশাপাশি যাত্রীদের ফ্লাইটের স্ট্যাটাস ট্র্যাক করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিমান সংস্থার তরফে। বেলা ২ টো পর্যন্ত বন্ধ থাকবে টার্মিনাল ১-এর পরিষেবা। যাত্রীদের টার্মিনাল ২ এবং ৩-এ নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, রাতভর বৃষ্টিতে এককথায় বিপর্যস্ত রাজধানীর বেশকিছু অংশ। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। রাস্তার জলে ভাসছে গাড়ি এবং ট্রাক। কোথাও-কোথাও এক বুক জল দাঁড়িয়েছে। প্রাক বর্ষার বৃষ্টিতেই এই পরিস্থিতি ভয় ধরাচ্ছে দিল্লিবাসীর মনে।
এই খবরটিও পড়ুনঃ রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রাস্তার জলে ভাসছে গাড়ি, ট্রাক, দেখুন ভিডিয়ো
ইন্ডিগোর বিবৃতি
IndiGo flight operations are impacted due to structural damage to Terminal 1, Delhi Airport because of adverse weather conditions. This has led to flight cancellations at Delhi as passengers are not able to enter the terminal. Passengers already inside the terminal will be able… pic.twitter.com/wGlqUAoxXL
— ANI (@ANI) June 28, 2024
দিল্লি বিমানবন্দরের ভিডিয়ো
#WATCH | Delhi: Passengers are being taken to Terminal 2 and 3 from Terminal 1. Flights departing from Terminal 1 cancelled till 2 pm today.
All departing and arriving flights from Terminal 3 and Terminal 2 are fully operational, as per Delhi International Airport Limited
One… pic.twitter.com/miAVaj5alx
— ANI (@ANI) June 28, 2024