নতুন দিল্লি, ৩০ জুলাই: একদিনে সর্বাধিক করোনা আক্রান্ত (Coronavirus Cases In India) ৫২ হাজার ১২৩ জন। বুধবার সারাদিনে দেশে মারণ রোগে মৃত্যু হয়েছে ৭৭৫ জনের। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২ জন। এই মুহূর্তে সংক্রামিত ৫ লক্ষ ২৮ হাজার ২৪২ জন। ইতিমধ্যেই করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষ ২০ হাজার ৫৮২ জন। একই সঙ্গে করোনায় মৃত্যু মিছিলে শামিল হয়েছে ৩৪ হাজার ৯৬৮ জন। বুধবার আইসিএমআর মোট ৪ লক্ষ ৪৬ হাজার ৬৪২টি নমুনার কোভিড-১৯ টেস্ট করেছে। ২৯ জুলাই পর্যন্ত ভারতে মোট ১ কোটি ৮১ লক্ষ ৯০ হাজার ৩৮২টি নমুনার করোনা টেস্ট হয়েছে। আরও পড়ুন-Madhya Pradesh: দাদাকে বেশি ভালবাসে, এই সন্দেহে মায়ের গলা কেটে খুনের পর ভিডিও করল গুণধর ছেলে
Single-day spike of 52,123 positive cases & 775 deaths in India in the last 24 hours.
Total #COVID19 positive cases stand at 15,83,792 including 5,28,242 active cases, 10,20,582 cured/discharged & 34,968 deaths: Health Ministry https://t.co/ZakSSmhbNf pic.twitter.com/H5ktC0mvs7
— ANI (@ANI) July 30, 2020
অন্যদিকে মহামারী করোনায় সবথেকে বেশি বিপর্যস্ত মহারাষ্ট্র। সেখানে এই মুহূর্তে সংক্রামিত ১ লক্ষ ৪৪ হাজার ৯৯৮ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ১৬৫। বুধবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আনলক-৩ এ রাতের কার্ফিউ উঠে যাচ্ছে। কনটেইনমেন্ট জোনের বাইরে থাকা জিম ও যোগা সেন্টারগুলি খুলে যাবে। তবে এই মুহূর্তে খুলছে না সিনেমাহল, পার্ক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান। একই সঙ্গে ভিড় বা জমায়েতেরও কোনও অনুমতি দেওয়া হয়নি।