নতুন দিল্লি, ৩০ অগাস্ট: করোনাকে জয় করতে হলে কোভিড টিকাকরণে (COVID-19 Vaccination) গতি বাড়াতেই হবে। সেই পথেই এগিয়ে চলেছে দেশ। গত ২৪ ঘণ্টায় দেশের ৩১ লক্ষ ১৪ হাজার ৬৯৬ ডোজ করোনা টিকাকরণ করা হয়েছে। এই নিয়ে দেশে মোট ৬৩ কোটি ৪৩ লক্ষ ৮১ হাজার ৩৫৮টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশের এখনও পর্যন্ত দেশের ১৪ কোটি ২০ লক্ষাধিক মানুষকে করোনার দুটি ডোজ দেওয়া হয়ে গিয়েছে। আরও পড়ুন: রাজ্যে কোভিড বিধিনিষেধ বেড়ে ১৫ সেপ্টেম্বর, বহাল থাকছে নৈশ নিয়ন্ত্রণ
With the administration of 31.14 lakh (31,14,696) vaccine doses in the last 24 hours, India’s COVID-19 vaccination coverage has reached 63.43 crores (63,43,81,358) as per provisional reports till 7 am today: Union Health Ministry pic.twitter.com/8MbJNAfRej
— ANI (@ANI) August 30, 2021
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ৪২ হাজার ৯০৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩৮০ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৭৬৩ জন। ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের মধ্যে প্রায় তিনভাগই কেরলের। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৮৩৬ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে ৩ লাখ ৭৬ হাজার ৩২৪ জনের চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৪০৫ জন। আর করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৮ হাজার ২১০ জন।
অন্যদিকে, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৮৬১ জন। আর আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৭২ লাখ ২ হাজার ৪৪৮ জনের। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৯৬ জন। তবে ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কমেছে কিছুটা। ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন সাড়ে ৪ লাখের বেশি মানুষ।