Coronavirus In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৪,৮৭৮, মৃত্যু ৫৪৭ জনের
ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৩ নভেম্বর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৪ হাজার ৮৭৮ জন করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৪৭ জনের। দেশে মোট করোনা আক্রান্ত ৮৭ লাখ ২৮ হাজার ৭৯৫। করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৬৮ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮১ লাখ ১৫ হাজার ৫৮০ জন। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)।

আইসিএমআর (ICMR) জানিয়েছে, ১২ নভেম্বর পর্যন্ত দেশে ১২ কোটি ৩১ লাখ ১ হাজার ৭৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে গতকাল ১১ লাখ ৩৯ হাজার ২৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।আরও পড়ুন: Chimpanzee 'Suzi' Death: মারা গেল হায়দরাবাদের নেহরু জুলজিকাল পার্কের একমাত্র শিম্পাঞ্জি সুজি

শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ লাখ ৯৯ হাজার ২৬৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৩০ লাখ ৮৫ হাজার ৭৬২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ৭২ লাখ ১০ হাজার ১৬০ জন।