নতুন দিল্লি, ৯ অগাস্ট: দেশে ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত ৬৪ হাজার ৩৯৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৮৬১ জনের। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিনে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ৫৩ হাজার ১১ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ৬ লাখ ২৮ হাজার ৭৪৭ জনের। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৪ লাখ ৮০ হাজার ৮৮৫ জন। মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৩৭৯ জনের।
দেশের রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, দিল্লি ও উত্তরপ্রদেশে সবথেকে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রয়েছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ১২ হাজারেরও বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩ হাজার ৮৪ জন। মৃত্যু হয়েছে ১৭ হাজারেরও বেশি মানুষের। আরও পড়ুন: Andhra Pradesh: করোনা রোগীরা ভর্তি ছিলেন, বিজয়ওয়াড়ায় হোটেলে আগুন লেগে মৃত্যু ৭ জনের
Single-day spike of 64,399 cases and 861 deaths reported in India, in the last 24 hours.
The #COVID19 tally rises to 21,53,011 including 6,28,747 active cases, 14,80,885 cured/discharged/migrated & 43,379 deaths: Ministry of Health pic.twitter.com/FGm4qSg63m
— ANI (@ANI) August 9, 2020
অন্যদিকে তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ২ লাখ ৮৫ হাজার ২৪ জন। শুক্রবারই প্রায় ৬ হাজার জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়।