Coronavirus Cases In India: দেশে করোনা আক্রান্ত ৭ লক্ষ ছাড়ালো, রাজধানীতে কোভিড রোগীর সংখ্যা লক্ষাধিক
ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৭ জুলাই: ২২ হাজার ২৫২ জন নতুন রোগীকে নিয়ে মঙ্গলবার ভারতে মোট করোনা আক্রান্তের (Coronavirus Cases In India)সংখ্যা সাত লক্ষ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৬৭ জনের। সবমিলিয়ে দেশে মোট কোভিড রোগী ৭ লক্ষ ১৯ হাজার ৬৬৫ জন। এরমধ্যে এখন সংক্রামিত ২ লক্ষ ৫৯ হাজার ৫৫৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৩৯ হাজার ৯৪৮ জন। সবমিলিয়ে মৃতের সংখ্যা ২০ হাজার ১৬০। দেশের মধ্যে করোনা বিধ্বস্ততায় ধারাবাহিকতা বজায় রেখেছে মহারাষ্ট্র। ২ লক্ষ ১১ হাজার ৯৮৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ২৬ জনের।

অন্যদিকে তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৯৭৮। দিল্লিতও করোনা আক্রান্ত লক্ষাধিক। পশ্চিমবঙ্গে ২২ হাজার ৯৮৭ জন মোট করোনা আক্রান্ত। এর মধ্যে ৭৭৯ জনের মৃত্যু হয়েছে। ১৫ হাজার ২৩৫ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এখনও সংক্রামিত ৬ হাজার ৯৭৩ জন। উত্তরপ্রদেশে মোট করোনা আক্রান্ত ২৮ হাজার ৬৩৬ জন। মৃত্যু হয়েছে ৮০৯ জনের। এই মুহূর্তে সংক্রামিত ৮ হাজার ৭১৮ জন। সুস্থ হয়ে উঠেছে ১৯ হাজার ১০৯ জন। ৩ হাজার ১৬১ জন মোট করোনা রোগী উত্তরাখণ্ডে। মৃত ৪২ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৫৮৬ জন। সংক্রামিতের সংখ্যা ৫৩৩। ত্রিপুরাতে করোনায় মৃত্যু হয়েছে একজনের। মোট আক্রান্ত ১,৬৮০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১,২১৯ জন। সংক্রামিতর সংখ্যা ৪৬০। আরও পড়ুন-Jammu And Kashmir: পুলওয়ামা এনকাউন্টারে শহিদ সেনা জওয়ান, খতম ১ জঙ্গি; গুলির লড়াই অব্যাহত

দেশে করোনা পজিটিভের হার ৬.৭৩ শতাংশ। মার্চের মাঝামাঝি দেশে কোভিড-১৯ এর সংক্রমণ ছড়ানো থেকে শুরু করে এখন পর্যন্ত করোনা টেস্টের হার এক কোটির কাছাকাছি। কোটির ঘর ছাড়ালেই সেই সংখ্যার হিসেব দেবে আইসিএমআর।