নতুন দিল্লি, ১ ডিসেম্বর: গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৩১ হাজার ১১৮ জন। মঙ্গলবার দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ লাখ ৬২ হাজার ৮১০। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গতকাল সারাদিনে দেশে করোনার বলি ৪৮২ জন। এখনও পর্যন্ত দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৩৭ হাজার ৬২১ জন। এই মুহূর্তে মোট অ্যাকটিভ কেস ৪ লাখ ৩৫ হাজার ৬০৩। গতকাল সারাদিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪১ হাজার ৯৮৫ জন। সবমিলিয়ে মোট ৮৮ লাখ ৮৯ হাজার ৫৮৫ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাঁদের মধ্যে একজন বিদেশি থাকায় তাঁকে দেশ পাঠানো হয়েছে।
গতকাল সোমবার আইসিএমআর মোট ৯ লাখ ৬৯ হাজার ৩২২ জনের কোভিড টেস্ট করেছে। যেখানে ইতিমধ্যেই মোট ১৪ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ২৯৮ জনের করোনা টেস্ট হয়ে গেছে। মহামারীর কবলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। সবমিলিয়ে মোট ১৮ লাখ ২৩ হাজার ৮৯৬ জন করোনা আক্রান্ত। মৃত্যু মিছিলে শামিল ৪৭ হাজার ১৫১ জন। বিশ্বের মোট করোনা আক্রান্ত ৬৩ মিলিয়ন ছাড়িয়েছে। মৃত্যু মিছিলে শামিল ১৪৬ মিলিয়নেরও বেশি মানুষ। বিশ্বের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৩১ লক্ষ ৮৯ হাজার ১০৩ জন। ১৪ লাখ ৬৬ হাজার ৭২২ জনের মৃত্যুও হয়েছে। আরও পড়ুন-Farmers Protest Latest Updates: মঙ্গলবার তিনটেয় কৃষক সংগঠনের সঙ্গে বৈঠক ডেকেছে কেন্দ্র, সিঙ্গু ও টিকরি সীমান্তে বন্ধ ট্রাফিক চলাচল
১ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ২১৬ জন করোনা আক্রান্তকে নিয়ে বিশ্বের মহামারী বিধ্বস্ত দেশগুলির শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানো করোনায় মৃত ২ লাখ ৬৭ হাজার ৯৮৭ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েচে ভারত আর তৃতীয়তে ব্রাজিল। তবে মৃতের সংক্যার নিরিখে দ্বিতীয় স্থান ব্রাজিলের দখলেই রয়েছে।