করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৮ সেপ্টেম্বর: ৮২ হাজার ১৭০ জন নতুন আক্রান্তকে নিয়ে ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা ছাড়ালো (Coronavirus Cases In India) ৬০ লাখ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১ হাজার ৩৯ জন। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্ত ৬০ লাখ ৭৪ হাজার ৭০৩ জন। অ্যাক্টিভ কেস ৯ লাখ ৬২ হাজার ৬৪০। সেখানে ৫০ লাখ ১৬ হাজার ৫২১ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে এখনও পর্যন্ত মোট করোনার বলি ৯৫ হাজার ৫৪২ জন। দেশে করোনায় সুস্থতার হার ৮২.৪৬ শতাংশ। মৃত্যুর হার নেমে দাঁড়িয়েছে ১.৫৮ শতাংশে। আইসিএমআর রিপোর্ট, গতকাল রবিবারে দেশে ৭ লাখ ৯ হাজার ৩৯৪টি নমুনার করোনা টেস্ট হয়েছে। আরও পড়ুন-Karnataka Bandh Updates: কৃষি বিলের বিরোধিতায় কর্ণাটকে বনধ, বিপত্তি এড়াতে কালাবুরাগি এলাকায় মোতায়েন বিরাট পুলিশ বাহিনী

১ দিনে করোনা আক্রান্ত ৮২ হাজার ১৭০ জন

এখনও পর্যন্ত দেশে ৭ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ২৩০টি নমুনার করোনা টেস্ট হয়েছে। দেশের মধ্যে সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। এখানে মোট করোনা আক্রান্ত ১৩ লাখ ৩৯ হাজার ২৩২ জন। রবিবার সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৬ জন। মহারাষ্ট্রে করোনার বলি ৩৫ হাজার ৫৭১ জন। রবিবার সারাদিনে সেখানে ৩৮০ জনের প্রাণ কেরেছে মারণ রোগ। এছাড়া ভারতে মহামারীর বিধ্বস্ততায় রয়েছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু, কর্ণাটক। করোনা আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত। তার আগেই রয়েছে আমেরিকা। বিশ্বে মোট করোনা আক্রান্ত ৩৩ মিলিয়ন ছুঁই ছুঁই। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট বলছে, বিশ্বে ৩ কোটি ২৯ লাখ ৭৭ হাজার ৫৫৬ জন করোনা আক্রান্ত। মৃত্যু মিছিলে শামিল ৯ লাখ ৯৬ হাজার ৬৭৪ জন।