লব আগরওয়াল (Photo Credits: IANS

নতুন দিল্লি, ৮ মে: দেশে করেনাভাইরাসে ( COVID-19) আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬ হাজার ৩৪২। মৃত্যুর সংখ্যা ১ হাজার ৮৮৬। শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ( Health Ministry)। তারা জানিয়েছে, ভারতে সুস্থতার হার ক্রমেই বাড়ছে। এখনও পর্যন্ত সুস্থতার (Recovery Rate) হার ২৯.৩৬ শতাংশ। প্রতি তিনজন আক্রান্ত রোগীর মধ্যে একজন সুস্থ হয়ে উঠছেন। আগমীদিনে এই হার আরও বাড়বে বলে আশা করছে স্বাস্থ্য মন্ত্রক।

স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল (Lav Agrawal) বলেন, গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৩৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১ হাজার ২৭৩ জন সুস্থ হয়েছেন।এখন অবধি মোট ১৬ হাজার ৫৪০ জন রোগী সুস্থ হয়েছেন। ৩৭ হাজার ৯১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।" আরও পড়ুন: CBSE Examination 2020 Update: ১ জুলাই-১৫ জুলাইয়ের মধ্যে হবে CBSE-র ক্লাস টেন ও ক্লাস ইলেভেনের বোর্ডের পরীক্ষা

এদিকে সুস্থতার হার বাড়লেও পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যা উদ্বেগের বিষয় হিসাবে রয়ে গেছে। যদিও আশার আলো দেশের মোট জেলার সংখ্যার তিনভাগের একভাগ জেলায় নতুন করে কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি। লব আগরওয়াল বলেন, দেশের ২১৬টি জেলায় কোনও পজিটিভ কেস মেলেনি। ৪২টি জেলায় গত ২৮ দিনে কোনও নতুন কেস পাওয়া যায়নি।