ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৪ ডিসেম্বর: ২৭ হাজার ৭১ জন নতুন আক্রান্তকে (Coronavirus Cases in India) নিয়ে ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা প্রায় ৯৯ লাখ। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৮ লাখ ৮৪ হাজার ১০১ জন। গতকাল সারাদিনে দেশে করোনার বলি ৩৩৬ জন। দেশে সবমিলিয়ে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৪৩ হাজার ২৫৫ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৩ লাখ ৫২ হাজার ৫৮৬টি। গতকাল সারাদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩০ হাজার ৬৯৫ জন। করোনাকে হারিয়ে এতদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৩ লাখ ৮৮ হাজার ১৫৯ জন। সুস্থদের মধ্যে একজনকে তাঁর দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও পড়ুন-Farmers' Hunger Strike Today: ভারত বনধের পর এবার কৃষি আইনের বিরোধিতায় দিনভর অনশনে কৃষকরা

এখনও পর্যন্ত দেশে ১৫ কোটি ৪৫ লক্ষ ৬৬ হাজার ৯৯০টি নমুনার করোনা টেস্ট হয়েছে। গতকাল মোট ৮ লাখ ৫৫ হাজার ১৫৭টি নমুনার করোনা টেস্ট হয়েছে। ১৮ লাখ ৮০ হাজার ৪১৬ জন করোনা আক্রান্তকে নিয়ে দেশের মধ্যে সবথেকে কোভিড বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। গতকাল মহারাষ্ট্রে করোনার বলি ৭০ জন। সুস্থ হয়ে ওঠায় ৩ হাজার ৮৩ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এনিয়ে মহারাষ্ট্রে করোনাকে হারিয়ে সুস্থত হয়েছেন মোট ১৭ লাখ ৫৭ হাজার ৫ জন। ৯ লাখ ১ হাজার ৪১০ জন মোট করোনা আক্রান্তকে নিয়ে মহারাষ্ট্রের পরেই দ্বিতীয় বিধ্বস্ত রাজ্য কর্ণাটক। গতকলা সেখানে নতুন রোগী ১ হাজার ১৯৬ জন। বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৭২.২ মিলিয়ন।

জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে বিশ্বে মোট করোনা আক্রান্ত ৭ কোটি ২২ লাখ ১ হাজার ৭১৬ জন। এখনও পর্যন্ত মৃত ১ কোটি ৬১ লক্ষ ১ হাজার ৭৫৮ জন। বিশ্বের সবথেকে বেশি করোনা আক্রান্ত দেশ আমেরিকায় মোট কোভিড রোগীর সংখ্যা ১ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৭৭১ জন। মৃত্যু মিছিলে শামিল ২ লাখ ৯৯ হাজার ১৬৩ জন।