নতুন দিল্লি, ২১ অক্টোবর: মঙ্গলবার দেশে জুলাই মাসের পর প্রথমবার নতুন সংক্রমণ ৫০ হাজারের কম ছিল। তবে বুধবারেই ফের দৈনিক সংক্রমণ (Coronavirus Cases In India) ৫০ হাজার ছাড়ালো। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুয়ায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪৪ জন। নতুন সংক্রমণ জুড়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৭৬ লাখ ৫১ হাজার ১০৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৭১৪। সবমিলিয়ে মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ১৫ হাজার ৯১৪ জন। অ্যাক্টিভ কেস ৭ লাখ ৪০ হাজার ৯০ জন। করোনাকে হারিয়ে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৬৭ লাখ ৯৫ হাজার ১০৩ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১ হাজার ৭৭৫ জন। ১৬ লাখ ৯ হাজার ৫১৬ জন মোট আক্রান্তকে নিয়ে দেশের মধ্যে সবথেকে করুণ পরিস্থিতিতে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনার বলি ৪২ হাজার ৪৫৩ জন। দেশে করোনা আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রের পরে পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ ও দিল্লি। গতকাল মঙ্গলবার আইসিএমআর সারা দেশে ১০ লাখ ৮৩ হাজার ৬০৮টি নমুনার করোনা টেস্ট করিয়েছে। এখনও পর্যন্ত দেশে ৯ কোটি ৭২ লাখ ৩৭৯টি নমুনার করোনা টেস্ট হয়েছে। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪০.৭ মিলিয়ন ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ১১ লাখ ২৩ হাজার ৯৬০। আরও পড়ুন-BJP MLA Usha Thakur: ‘মাদ্রাসাতে তৈরি জঙ্গিরা জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসবাদের কারখানা বানিয়েছে’, কী বললেন বিজেপি বিধায়ক?
জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৭২ লক্ষ৮ হাজার ৩৭১। মৃত্যু মিছিলে শামিল ১১ লাখ ২৩ হাজার ৯৬৭ জন।