ঊষা ঠাকুর (Photo Credits: ANI)

ভোপাল, ২১ অক্টোবর: “মাদ্রাসাগুলিই জঙ্গিদের আঁতুড় ঘর। সেখানে প্রশিক্ষণ নেওয়ার পর জম্মু কাশ্মীরে গিয়ে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে। মাদ্রাসা জাতীয়বাদ মেনে চলে না। দেশের শিক্ষাব্যবস্থার সঙ্গে মাদ্রাসার সংযুক্তি করণ প্রয়োজন। তাহলেই সমাজের সম্পূর্ণ উন্নতি সুনিশ্চিত হবে।” সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেই মাদ্রাসাগুলিকে জঙ্গিবাদের কারখানা হিসেবে দাগিয়ে দিলেন মধ্যপ্রদেশের সংস্কৃতি মন্ত্রী তথা ইন্দোরের বিজেপি বিধায়ক ঊষা ঠাকুর (Usha Thakur)। কথা প্রসঙ্গে সংবাদ মাধ্যম নিউজ এইট্টিনকে বিজেপি বিধায়ক জানান, মাদ্রাসাকে বন্ধ করতে চান তিনি। তাই এই প্রতিষ্ঠানগুলিতে যাতে সমস্ত রকমের সরকারি অনুদান বন্ধ করা যায় তার ব্যবস্থা করতে চলেছেন। আরও পড়ুন-Soumitra Chatterjee Health Update: ফের অসুস্থ সৌমিত্র চ্যাটার্জি, এবার স্নায়ুর সমস্যায় ভুগছেন প্রবীণ অভিনেতা

ঊষা ঠাকুরের বক্তব্য

তবে এই প্রথম নয়, এর আগে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের গুণগান গাইতেও দেখা গিয়েছে ঊষা ঠাকুরকা।