নতুন দিল্লি, ৩ নভেম্বর: সোমবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ৩৩ হাজার ৩১০ জন। করোনার বলি ৪৯০ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত এখন ৮২ লাখ ৬ হাজার ৬২৪। গত ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ৩২৩ জন সুস্থ হয়ে ওঠায় ২০ হাজার ৫০৩টি অ্যাকটিভ কেস এক ধাক্কায় কমেছে। দেশে মোট করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ২৩ হাজার ৯৭ জন। এই মুহূর্তে অ্যাকটিভ রোগী ৫ লাখ ৪১ হাজার ৪০৫ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৬ লাখ ৩ হাজার ১২১ জন। সুস্থদের মধ্যে একজনকে নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও পড়ুন-Fake News on Mukesh Ambani's Health: প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত মুকেশ আম্বানির লিভার প্রতিস্থাপন হচ্ছে লন্ডনে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খবর
With 38,310 new #COVID19 infections, India's total cases surge to 82,67,623. With 490 new deaths, toll mounts to 1,23,097.
Total active cases are 5,41,405 after a decrease of 20,503 in last 24 hrs.
Total cured cases are 76,03,121 with 58,323 new discharges in the last 24 hrs. pic.twitter.com/rMOmw36SdO
— ANI (@ANI) November 3, 2020
মঙ্গলবার ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯১.৯৬ শতাংশ। মৃত্যুর হার কমেছে ১.৫০ শতাংশের নিচে। সোমবার আইসিএমআর ১০ লাখ ৪৬ হাজার ২৪৭টি নমুনার করোনা টেস্ট করেছে। একইভাবে এখনও পর্যন্ত দেশে মোট ১১ কোটি ১৭ লাখ ৮৯ হাজার ৩৫০টি নমুনার করোনা টেস্ট হয়েছে। একেবারে শুরু দিন থেকে এখনও পর্যন্ত দেশের সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। সোমবার সেখানে করোনার বলি ১০৪ জন। রবিবার সংখ্যাটি যেখানে ছিল ১১৩। সোমবার সারাদিনে ওই রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯ জন। একদিন আগে অর্থা রবিবারেই নতুন সংক্রামিতর সংখ্যা ছিল ৫ হাজার ৩৬৯ জন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ১৬ লাখ ৮৭ হাজার ৭৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু মিছিলে শামিল ৪৪ হাজার ১২৮ জন।
Total 11,17,89,350 samples tested for #COVID19 up to 2nd November. Of these, 10,46,247 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/d2aonvAEDt
— ANI (@ANI) November 3, 2020
করোনা আক্রান্তের নিরিখে এর পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। এই রাজ্যগুলির করোনা পরিস্থিতি যত দিন যাচ্ছে ততই আশঙ্কাজনক হয়ে উঠছে।