নতুন দিল্লি, ২ সেপ্টেম্বর: বুধবার ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 Cases In India) প্রায় ৩৮ লাখের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সৌজন্যে গতকাল সারাদিনে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ৭৮ হাজার ৩৫৭। মঙ্গলবার সারাদিনে দেশে করোনার বলি ১ হাজার ৪৫ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, ভারতে মোট করোনা আক্রান্ত এখন ৩৭ লাখ ৬৯ হাজার ৫২৪ জন। এই মুহূর্তে সংক্রামিত ৮ লাখ ১ হাজার ২৮২ জন। সুস্থ হয়ে এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৯ লাখ ১ হাজার ৯০৯ জন। দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ৬৬ হাজার ৩৩৩ জন। আইসিএমআর এর রিপোর্ট অনুযায়ী ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৪ কোটি ৪৩ লক্ষ ৩৭ হাজার ২০১টি নমুনার করোনা টেস্ট হয়েছে।
উল্লেখ্য, শুধু সোমবারেই ১০ লাখ ১২ হাজার ৩৬৭টি নমুনার করোনা টেস্ট হয়েছে। গত ২৭ আগস্ট থেকে ভারতে নতুন করোনা আক্রান্তের সংখ্যা অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ৮ লাখ ৮ হাজার ৩০৬ জন করোনা আক্রান্তকে নিয়ে দেশের সবথেকে কোভিড বিধ্বস্ত রাজ্যের তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। যেখানে করোনার মৃত্য মিছিলে শামিল ২৪ হাজার ৯০৩ জন। এরপরেই ৪ লখ ৪৫ হাজার ১৩৯ জন করোনা আক্রান্তকে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। যেখানে মোট করোনার বলি ৪ হাজার ৫৩ জন। এরপরেই আক্রান্তের সংখ্যা নিরিখে যথাক্রমে তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ ও বিহার রয়েছে। আরও পড়ুন- Uttarakhand: ধস নেমে বন্ধ পথ, মৃতদেহ কাঁধে ৮ ঘণ্টায় ২৫ কিলোমিটার পথ পাড়ি আটিবিপি জওয়ানদের(দেখুন ভিডিও)
ভারতে করোনা আক্রান্ত ৩৮ লাখ ছুঁই ছুঁই
Single-day spike of 78,357 new positive cases & 1045 deaths reported in India, in the last 24 hours.#COVID19 case tally in the country stands at 37,69,524 including 8,01,282 active cases, 29,019,09 cured/discharged/migrated & 66,333 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/MbdfCQtKbK
— ANI (@ANI) September 2, 2020
মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় করোনা আক্রান্ত দেশের তালিকায় ধারবাহিকতা বজায় রেখেছে ভারত। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫.৬ মিলিয়ন ছাড়িয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে ২ সেপ্টেম্বর বুধবার সকাল পর্যন্ত বিশ্বে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৬ লাখ ৬০ হাজার ৪৮২ জন। মৃত্যু মিছিলে শামিল ৮ লাখ ৫৫ হাজার ৪৪৪ জন।