নতুন দিল্লি, ১৬ জুলাই: একদিনে সর্বাধিক সংক্রমণের (Coronavirus Tally) রেকর্ড গড়ল ভারত। বুধবার সারাদিনে দেশে করোনায় আক্রান্ত হলেন ৩২ হাজার ৬৯৫ জন। গতকাল ৬০৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৬৮ হাজার ৮৭৬ জন। এদের মধ্যে এখন সংক্রামিত ৩ লক্ষ ৩১ হাজার ১৪৬ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৬ লক্ষ ১২ হাজার ৮১৫ জন। বৃহস্পতিবার দেশে করোনার মৃতের সংখ্যা প্রায় ২৫ হাজার ছুঁই ছুঁই। আইসিএমআর জানিয়েছে, দেশজুড়ে এখনও পর্যন্ত করোনার ১ কোটি ২৭ লক্ষ ৩৯ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। আরও পড়ুন-West Bengal: কোভিড পজিটিভের রিপোর্ট পকেটে নিয়ে দিল্লি থেকে কলকাতায় যুবক, দমদম বিমানবন্দরে চাঞ্চল্য
শুধুমাত্র গতকাল বুধবার ৩ লক্ষ ২৬ হাজার ৮২৬টি নমুনা পরীক্ষা হয়েছে। পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত ৩৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে হাজার জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৬৮০ জন। এখনও সংক্রামিত ১২ হাজার ৭৪৭ জন। উত্তরপ্রদেশে মোট করোনা আক্রান্ত ৪১ হাজার ৩৮৩ জন। ইতিমধ্যে ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। সংক্রামিতর সংখ্যা ১৪ হাজার ৬২৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৫ হাজার ৭৪৩। উতত্রাখণ্ডে মোট করোনা আক্রান্ত ৩ হাজার ৭৮৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ হাজর ৯৪৮ জন। সংক্রামিত ৭৮৭ জন। ৫০ জনের মৃত্যু হয়েছে।ত্রিপুরাতে মোট করোনা আক্রান্ত ২ হাজার ২৬৮ জন। ৩ জনের মৃত্যু হয়েছে। এখন সংক্রামিত ৬১৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬০৪ জন।
Highest single day spike of 32,695 #COVID19 cases and 606 deaths reported in the last 24 hours in India.
Total positive cases stand at 9,68,876 including 3,31,146 active cases, 6,12,815 cured/discharged/migrated and 24,915 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/nuYhpfMQtz
— ANI (@ANI) July 16, 2020
মহারাষ্ট্রে মোট আক্রান্ত ২ লক্ষ ৭৫ হাজার ৬৪০ জন। দিল্লিতে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ১৬ হাজার ৯৯৩ জন। দেশের মধ্যে সবথেকে করোনা বিশ্বস্ত রাজ্যটি হল মহারাষ্ট্র। সেখানে গতকাল ২৩৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে ওই রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ৯২৮। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৭৫ জন। মোট ১ লক্ষ ৫১ হাজার ৮১০ জন আক্রান্ত নিয়ে দেশের মধ্য দ্বিতীয় করোনা বিধ্বস্ত রাজ্য তামিলনাড়ু। যেখানে মৃতের সংখ্যা ২ হাজার ১৬৭।