ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৬ আগস্ট: ভারতে বুধবার সারাদিনে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৫৬ হাজার ২৮২ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৯০৪ জন। এক কথায় প্রায় ভারতের করোনা আক্রান্ত এখন ২০ লাখ ছুঁই ছুঁই। সবমিলিয়ে বৃহস্পতিবার দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ১৯ লক্ষ ৬৪ হাজার ৫৩৭ জন। এর মধ্যে সংক্রামিত রয়েছেন ৫ লক্ষ ৯৫ হাজার ৫০১ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৩ লক্ষ ২৮ হাজার ৩৩৭ জন। এখনও পর্যন্ত দেশে মারণ রোগের বলি ৪০ হাজার ৬৬৯। বৃহস্পতিবার আইসিএমআর-এর রিপোর্ট বলছে, সারা দেশে মোট ২ কোটি ২১ লক্ষ ৪৯ হাজার ৩৫১টি নমুনার কোভিড-১৯ টেস্ট হয়েছে। আরও পড়ুন-Shrey Hospital Fire In Ahmedabad: আমেদাবাদের কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ৮ আক্রান্ত, টুইটে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

শুধু বুধবারেই হয়েছে ৬ লক্ষ ৬৪ হাজার ৯৪৯টি নমুনার করোনা টেস্ট। বিশ্বে করোনা আক্রান্তের মৃত্যুর হারের তুলনায় ভারতের অবস্থান একেবারে শেষে। অর্থাং করোনাকে জয় করে ভারতীয়রা বেশি সুস্থ হয়ে উঠেছেন। এখানে মারণ ভাইরাসে মৃত্যুর হার ২.০৮ শতাংশ। দেশে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৬৭.১৯ শতাংশ।

এএনআই-এর টুইট

করোনা আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত ৪ লক্ষ ৬৮ হাজার ২৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৩০৯ জন। বুধবার সারাদিনে সেখানে করোনার বলি ৩৩৪ জন। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনায় মৃত ১৬ হাজার ৪৭৬ জন। শুধু মুম্বইতেই করোনা আক্রান্ত ১ লক্ষ ১৯ হাজার ২৫৫ জন।এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২৫ জন। ২৪ঘণ্টায় মৃত ৪২ জন। বৃহন্মুম্বই পুরসভার রিপোর্ট অনুযায়ী মুম্বই শহরে এখনও পর্যন্ত করোনার বলি ৬ হাজার ৫৮৮ জন। ২.৭৩ লক্ষ মোট আক্রান্তকে নিয়ে করোনায় দ্বিতীয় বিধ্বস্ত রাজ্যটি তামিলনাড়ু। গত ২৪ঘণ্টায় সেখানে ১১২ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে তামিলনাড়ুতে করোনার মৃত্যুমিছিলে শামিল চার হাজার ৪৬১ জন। গতকাল সারাদিনে সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৭৫ জন। বুধবার উত্তরপ্রদেশে নতুন করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ৭৮ জন। সবমিলিয়ে যোগীর রাজ্যে মোট করোনা আক্রান্ত এক লাখের কোটা ছাড়িয়ে গেল। ১ লক্ষ ৪ হাজার ৩৮৮ জন করোনা আক্রান্ত শুধু উত্তরপ্রদেশেই। গতকাল সেখানে করোনার বলি ৪০ জন। সবমিলিয়ে মহামারীর মৃত্যু মিছিলে শামিল ১ হাজার ৮৫৭ জন।