নতুন দিল্লি, ২২ অক্টোবর: ৫৫ হাজার ৮৩৮ জন নতুন আক্রান্তকে নিয়ে ভারতে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) ৭৭ লাখের গণ্ডী ছাড়িয়ে গেল। দেশে গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৭২৪ জন। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত ৭৭ লাখ ৬ হাজার ৯৪৬ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৭ লাখ ১৫ হাজার ৮১২। গতকাল সারাদিনে অ্যাক্টিভ থেকে সুস্থতায় এসেছেন ২৪ হাজার ২৭৮ জন। এখনও পর্যন্ত দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৪ লাখ ৭৪ হাজার ৫১৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৯ হাজার ৪১৫ জন। এখনও পর্যন্ত করোনায় ভারতে মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ১৬ হাজার ৬১৬ জন। আরও পড়ুন-Bihar Assembly Elections 2020: ভোটে জিতলে ১০ লাখ সরকারি চাকরির প্রতিশ্রুতি তেজস্বী যাদবের
ভারতে ১ দিনে সংক্রামিত ৫৫ হাজার ৮৩৮ জন
With 55,838 new #COVID19 infections, India's total cases surge to 77,06,946. With 702 new deaths, toll mounts to 1,16,616.
Total active cases are 7,15,812 after a decrease of 24,278 in last 24 hrs
Total cured cases are 68,74,518 with 79,415 new discharges in last 24 hrs pic.twitter.com/YhP4JzMTar
— ANI (@ANI) October 22, 2020
ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৮৮.৮১ শতাংশ। মৃত্যুর হার ১.৫১ শতাংশ। ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার হার যেমন হ হু করে বাড়ছে। তেমনই হু হু করে নামছে মৃত্যুর হারও। আইসিএমআর-এর তথ্য বলছে, গতকাল বুধবার দেশে মোট ১৪ লাখ ৬৯ হাজার ৯৮৪টি নমুনার করোনা টেস্ট হয়েছে। আর সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত মোট ৯ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ৩৬৩টি নমুনার করোনা টেস্ট হয়েছে। ১৬ লাখ ১৭ হাজার ৬৫৮ জন মোট আক্রান্তকে নিয়ে ভারতের মধ্যে সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘম্টায় ৮ হাজার ১৪২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ১৮০ জন। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনায় মৃত ৪২ হাজার ৬৩৩ জন। মহারাষ্ট্র ছাড়াও দেশে করোনা বিধ্বস্ত রাজ্যের তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ এবং দিল্লি।