নতুন দিল্লি, ২৪ সেপ্টেম্বর: বুধবার সারাদিনে দেশে করোনায় আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ৮৬ হাজার ৫০৮ জন। সঙ্গে সঙ্গেই মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫৭ লাখ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১ হাজার ১২৯ জন। দেশে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ৯১ হাজার ১৪৯ জন। সবমিলিয়ে মোট করোনা আক্রান্ত ৫৭ লাখ ৩২ হাজার ৫১৯ জন। এই মুহূর্তে ভারতে অ্যাক্টিভ কেস ৯ লাখ ৬৬ হাজার ৩৮২। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৬ লাখ ৪ হাজার ৯৮৮ জন। ১২ লাখ ৬৩ হাজার ৬৯৯ জন সংক্রামিতকে নিয়ে দেশের সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। আরও পড়ুন-Narottam Mishra: ‘আমি মাস্ক পরি না’ মন্তব্যের জন্য বিপাকে বিজেপি সাংসদ নরোত্তম মিশ্র, চাইলেন ক্ষমা
India's #COVID19 case tally crosses 57-lakh mark with a spike of 86,508 new cases & 1,129 deaths in last 24 hours.
The total case tally stands at 5,732,519 including 9,66,382 active cases, 46,74,988 cured/discharged/migrated & 91,149 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/pTxY0gg99Y
— ANI (@ANI) September 24, 2020
এর মধ্যে গতাকল সারাদিনে নতুন কোভিড রোগী ২১ হাজার ২৯ জন। মহারাষ্ট্রে করোনার বলি ৩৩ হাজার ৮৮৬ জন। গতকাল করোনায় মৃত্যু হয়েছে ৪৭৯ জনের। ভারতে এখন করোনায় সুস্থতার হার ৮১.২৫ শতাংশ। যেখানে মৃতের সংখ্যা ১.৫৯ শতাংশে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে টেস্টের সুবিধাও বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। আইসিএমআর-এর তথ্য অনুযায়ী ১১ লাখ ৫৬ হাজার ৫৬৯টি নমুনার করোনা টেস্ট হয়েছে এক দিনেই। এতদিন পর্যন্ত দেশে মোট ৬ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ৩১টি নমুনার করোনা টেস্ট হয়েছে। মহামারী করোনায় বিশ্বের মধ্যে বিধবস্ত দেশের তালিকার শীর্ষে আমেরিকা। ঠিক তার পরেই রয়েছে ভাত। বিশ্বে মোট করোনা আক্রান্ত ৩১.৭ মিলিয়ন ছাড়িয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট বলছে, বিশ্বে করোনার বলি ৯ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ।