নতুন দিল্লি, ২৩ সেপ্টেম্বর: ৮৩ হাজার ৩৪৭ জন নতুন আক্রান্তকে নিয়ে বুধবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) ছাড়ালো ৫৬ লাখ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে গতকাল সারাদিনে করোনার বলি ১ হাজার ৮৫ জন। সবমিলিয়ে দেশে কোভিড রোগীর সংখ্যা ৫৬ লাখ ৪৬ হাজার ১১ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৯ লাখ ৬৮ হাজার ৩৭৭। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ লাখ ৮৭ হাজার ৬১৪ জন। দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল এখনও পর্যন্ত ৯০ হাজার ২০ জন। ১২ লাখ ৪২ হাজার ৭৭০ জন আক্রান্তকে নিয়ে দেশের করোনা বিধ্বস্ত রাজ্যের এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। গতকাল সারাদিনে সেখানে নতুন করোনা রোগী ১৮ হাজার ৩৯০ জন।
ভারতে করোনায় মৃত লাখ ছুঁই ছুঁই
India's #COVID19 case tally crosses 56-lakh mark with a spike of 83,347 new cases & 1,085 deaths in last 24 hours.
The total case tally stands at 5,646,011 including 9,68,377 active cases, 45,87,614 cured/discharged/migrated & 90,020 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/ATrAJsPIhr
— ANI (@ANI) September 23, 2020
মহারাষ্ট্রে একদিনে করোনার বলি ৩৯২ জন। সবমিলিয়ে সেখানে মারণ রোগে মৃত ৩৩ হাজার ৪০৭ জন। মহারাষ্ট্র ছাড়াও করোনার ঘায়ে কাবু অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক ও উত্তরপ্রদেশ। আইসিএমআর এর তথ্য বলছে, একদিনে দেশে ৯ লাখ ৫৩ হাজার ৬৮৩টি নমুনার করোনা টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ৬ কোটি ৬২ লাখ ৭৯ হাজার ৪৬২টি নমুনার করোনা টেস্ট সম্পন্ন হয়েছে। ভারতে করোনা টেস্টের ক্ষমতা দৈনন্দিন ১২ লক্ষেরও বেশি হয়েছে। এখনও পর্যন্ত দেশে ৬.৫ কোটি নমুনা টেস্ট হয়েছে। টেস্টের সংখ্যা যত বাড়বে করোনা পজিটিভের সংখ্যাও তত দ্রুত চিহ্নিত করা যাবে। যদিও দেখা যাচ্ছে, দেরিতে হলেও দেশে করোনাভাইরা পজিটিভের সংখ্যা কমছে। আরও পড়ুন-TikTok Deal: নোংরা ও অন্যায় শর্তে টিকটক ডিল করছে আমেরিকা, চিনের এতে সম্মতি দেওয়ার কোনও কারণ নেই
ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৮০.৮৬ শতাংশ। সেখানে মৃত্যুর হার ১.৬০ শতাংশে নেমেছে। বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে আমেরিকার পরে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তবে সুস্থতার নিরিখে বিশ্বের এক নম্বরে দেশ।