নতুন দিল্লি, ২৭ ডিসেম্বর: গতকাল সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ১৮ হাজার ৭৩২ জন। গত ৬ মাসে এই প্রথম এতটা কমল দৈনিক সংক্রমণ। সবমিলিয়ে ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ১ লাখ ৮৭ হাজার ৮৫০ জন। এছাড়া শনিবার সারাদিনে দেশে করোনার বলি ২৭৯ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ২ লাখ ৭৮ হাজার ৬৯০টি। গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৯৭৭টি অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৭ লাখ ৬১ হাজার ৫৩৮ জন।
সুস্থদের মধ্যে একজনকে তাঁর দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৯৫.৭৮ শতাংশ। যেখানে মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। শনিবার আইসিএমআর-এর তত্ত্বাবধানে দেশে ৯ লাখ ৪৩ হাজার ৩৬৮টি নমুনার করোনা টেস্ট হয়েছে। ১৯ লাখ ১৩ হাজারেরও সংক্রমণ নিয়ে দেশের মধ্যে সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। প্রতিদিন নতুন আক্রান্তদের মধ্যে ৭০ শতাংশের খবর আসছে মহারাষ্ট্র, কেরালা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, কর্ণাটক, দিল্লি, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান ও গুজরাট থেকে। করোনায় মৃত্যুর ৭৫ শতাংশ খবর আসছে মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ, কেরালা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ও উত্তরাখণ্ড থেকে। আরও পড়ুন-Winter In West Bengal: উইকএন্ডে শীতে কাবু কলকাতা, রাজ্যের একাংশে জারি শৈত্যপ্রবাহের সতর্কতা
With 18,732 new #COVID19 infections, India's total cases rise to 1,01,87,850
With 279 new deaths, toll mounts to 1,47,622 . Total active cases at 2,78,690
Total discharged cases at 97,61,538 with 21,430 new discharges in the last 24 hours. pic.twitter.com/m7BYvuqf7G
— ANI (@ANI) December 27, 2020
বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮০ মিলিয়নের গণ্ডী। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ কোটি ২ লাখ ৮২ হাজার ৫২৩। মৃত্যু মিছিলে শামিল ১৭ লাখ ৫৬ হাজার ৫৮৪ জন।