নতুন দিল্লি, ১৭ মার্চ: মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ২৮ হাজার ৯০৩ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ১৪ লাখ ৩৮ হাজার ৭৩৪ জন। গতকাল সারাদিনে করোনায় ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৫৯ হাজার ৪৪ জন। গত ২ মাসে এই প্রথম দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৯ হাজারের কোঠায় পৌঁছেছে। গত এক সপ্তাহে দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৪০৬। ফের সুস্থতার হার ৯৬.৫৬ শতাংশ। গত ডিসেম্বরের ১৩ তারিকে দেশে দৈনিক সংক্রামিতর সংখ্যা ছিল ৩০ হাজার ২৫৪। আরও পড়ুন-Baby Girl Born On Board: জয়পুরগামী বিমানে মাঝ আকাশে জন্ম শিশুকন্যার
১ কোটি ১০ লাখ ৪৫ হাজার ২৮৪ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যুর হার কমে হয়েছে ১.৩৯ শতাংশ।গত ৭ আগস্ট ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখের কোটা ছাড়িয়ে যায়। ৫ সেপ্টেম্বর ৪০ লাখ ছাড়িয়ে যায় দেশের করোনা আক্রান্তের সংখ্যা। ১৬ সেপ্টেম্বর ৫০ লাখ হল দেশের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ১৯ ডিসেম্বর দেশের করোনা আক্রান্তের সংখ্যা কোটির গণ্ডী ছাড়িয়ে গেল।