Congress holds a protest outside the residence of Hardeep Singh Puri. (Photo Credits:Twitter)

নতুন দিল্লি, ৭ মে: দেশজুড়ে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। আজ, শনিবার ফের বাড়ানো হল সাধারণ মানুষের ঘরে ব্যবহার হওয়া LPG-র দাম। এক লাফে ৫০ টাকা বাড়ল গ্যাসের দাম। মে মাসের শুরুতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। বাণিজ্যিক LPG সিলিন্ডারে দাম বাড়ানো হয়েছিল 102 টাকা। কিন্তু তখন সাধারণ গার্হস্থ্য LPG-র দাম বাড়েনি। এবার এক লাফে অনেকটা বাড়ানো হয়েছে সাধারণ মানুষের ঘরে ব্যবহার হওয়া গ্যাসের দাম।

এদিকে, জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া, গ্যাসের দামেও ছ্যাঁকা লাগছে, নিত্য প্রয়োজনীয় সব জিনিস, ফল-ওষুধের দামও অনেকটা চড়া। সাধারণ মানুষের এই দুর্ভোগের প্রতিবাদে পথ নামল যুব কংগ্রেস। দিল্লিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী-র বাসভবনের বাইরে গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে প্রতিবাদে নামল যুব কংগ্রেস। মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান তুললেন যুব কংগ্রেস, নেতা-কর্মীরা।

দেখুন টুইট

এদিকে, দেশজুড়ে গ্যাস ও জ্বালানি তেলের দাম নাড়া নিয়ে আন্দোলনে নামছে তৃণমূল। এদিন, মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালানি তেল, গ্যাসের দাম বাড়ানো নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। সোশ্যাল মিডিয়ায় মমতা লেখেন, "কেন্দ্রীয় সরকারের এখনই উচিত মানুষের উপর নির্যাতন বন্ধ করা। জ্বালানী তেল ও সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বাড়িয়েই চলেছে সরকার। আসলে বিজেপি গ্রেট ইন্ডিয়ান লুঠ চালাচ্ছে। মানুষকে বোকা বানানো হচ্ছে।"

এরপর মিডিয়ার একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে মমতা লেখেন, খুব খারাপ লাগে মিডিয়াকে এসব নিয়ে চুপ আর অন্ধ হয়ে থাকতে। তৃণমূল এরপর সাংবাদিক সম্মেলন ডেকে মোদী সরকারের তেল ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামার ডাক দেয়। সব বিজেপি বিরোধী দলকে একযোগে আন্দোলনে নামার ডাকও দেওয়া হয়।