নয়াদিল্লিঃ টিকিট (Tickets) কাটা, ট্রেনের (Train) অবস্থান, খাবার অর্ডার-সহ সমস্ত পরিষেবা এবার মিলবে একটাই অ্যাপের (App) মাধ্যমে। রেল সংক্রান্ত সকল পরিষেবাকে একই ছাদের তলায় আনতে নতুন সুপার অ্যাপ চালু করল ভারতীয় রেল (Indian Railways)। এই অ্যাপের নাম দেওয়া হয়েছে 'রেলওয়ান (Railone)।' অ্যান্ড্রয়েড এবং আইওএস সব থেকেই এই অ্যাপ ব্যবহার করা যাবে। আইআরসিটিসি ও ইউটিএস-এর তথ্য দিয়েই এই অ্যাপে লগ-ইন করা যাবে। ওটিপির মাধ্যমে গেস্ট লগ-ইনও সম্ভব। বিভিন্ন ভাষায় ব্যবহার করা যাবে এই অ্যাপ। টিকিট কাটা, পিএনআর ট্র্যাক, ট্রেনের অবস্থান, খাবার অর্ডার সমস্ত কাজ করা যাবে এই একটাই অ্যাপের মাধ্যমে।
যাত্রীদের জন্য নতুন অ্যাপ লঞ্চ করল ভারতীয় রেল
এছাড়া রেলের পক্ষ থেকে টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও তিনটি পরিবর্তন আনা হয়েছে। ৪ ঘণ্টার বদলে এখন ৮ ঘণ্টা আগে তৎকাল চার্ট পেশ করা হবে। গতকাল অর্থাৎ ১ জুলাই থেকে তৎকাল টিকিট টাকার জন্য আধার কার্ড প্রয়োজন হবে। জুলাই মাসের শেষে এক্ষেত্রে ওটিপি যাচাইকরণ চালু হবে বলে জানা গিয়েছে রেলের তরফে।
টিকিট কাটা থেকে খাবার অর্ডার, সমস্ত পরিষেবা মিলবে একই ছাদের তলায়, চালু হল রেলের সুপার অ্যাপ 'রেলওয়ান'
🚨 Indian Railways Launches New ‘Super App’ RailOne: Book IRCTC train Tickets, Track PNR, Food, Rail Enquiry in one Place. pic.twitter.com/IfpW3N3L1B
— Bharat Tech & Infra (@BharatTechIND) July 1, 2025