নতুন দিল্লি, ১৩ জুলাই: ভারতীয় সংবাদমাধ্যমগুলিকে (Indian News Media) তীব্র আক্রমণ করে টুইট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ভারতীয় সংবাদমাধ্যম ফ্যাসিবাদী মনোভাবাপন্ন হয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। টিভি চ্যানেলগুলোতে এমন বাক্য প্রয়োগ করা হচ্ছে, যারফলে ছড়াচ্ছে হিংসা। দেশভাগ করার জন্য উঠে পড়ে লেগেছে চ্যানেলগুলি।
টুইটারে তিনি আরও লেখেন, শুধুমাত্র সংবাদমাধ্যমই নয়, হোয়াটস অ্যাপে আসা ভুয়ো খবর, ফরওয়ার্ড মেসেজ সবকিছুই ঘৃণা ছড়াচ্ছে। এগুলির মধ্যে দিয়েই সারা দেশে ঘৃণা ছড়িয়ে পড়ছে। এরপর তিনি জানান, আগামীকাল থেকে তিনি নিজেই কিছু ভিডিও শেয়ার করতে চান, যেখানে তিনি সত্যি গুলো তুলে ধরবেন। দৈনন্দিনের খবর, ইতিহাস ইত্যদি বিষয় নিয়ে নিজের মত তুলে ধরতে ইচ্ছুক তিনি। এর আগেও রাহুল গান্ধী 'পেইড মিডিয়া' নিয়ে সরব হন। তিনি জানান, বর্তমানে পেইড মিডিয়ার জন্য আসল খবরগুলো চাপা পড়ে যায়। আসল ঘটনাকে চেপে বিভ্রান্তি তৈরি করা হয়। আরও পড়ুন, বিজেপি-তে যোগ দিচ্ছেন না, অশোক গেহলটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর সাফ দাবি শচিন পাইলটের
Today a large part of the Indian news media has been captured by fascist interests. A hate filled narrative is being spread by television channels, whatsapp forwards and false news. This narrative of lies is tearing India apart.
— Rahul Gandhi (@RahulGandhi) July 13, 2020
বর্তমানে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ এবং কিছুক্ষেত্রে পাক্ষিকতার তীব্র সমালোচনা করে চলেছেন অনেকেই। ধর্মের ওপর ভিত্তি করে খবর প্রকাশ অথবা বিভ্রান্তি তৈরি করতে পারে এমন খবর এত বড় করে দেখানো হয় যার সত্যতা যাচাই না করেই বিশ্বাস করে নেন একদল মানুষ। তাদের জন্য এধরণের খবর খুবই ক্ষতিকারক। এরফলে দেশে ধর্ম নিয়ে বিভেদ তৈরি হচ্ছেবলে মনে করছেন অনেকেই। এবার এই নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। ভুয়ো খবর থেকে সামাজিক হিংসামূলক খবরের বিরোধিতা করে নিজের অস্বস্তির কথা জানালেন তিনি।